মে মাসের শেষেই ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা। আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ‘রেমাল’। বিনা প্রমাণে ‘চোর’ কটাক্ষ, মানহানির মামলা দায়েরের হুঁশিয়ারি মমতার। ফের উত্তপ্ত সন্দেশখালি। ‘নিরপেক্ষ ও স্বাধীন তদন্তে’র দাবিতে সুপ্রিম কোর্টে মামলা মহিলাদের। পুজো দিয়ে মনোনয়ন জমা মোদির। প্রস্তাবক দলিত ও ওবিসি প্রতিনিধিরা।
হেডলাইন:
আরও শুনুন: 13 মে 2024: বিশেষ বিশেষ খবর- মিটল চতুর্থ দফার ভোট, বিকেল ৫টা পর্যন্ত সর্বোচ্চ ভোটের হার রাজ্যেই
আরও শুনুন: 12 মে 2024: বিশেষ বিশেষ খবর- বাংলায় এসে পাঁচ গ্যারান্টি মোদির, তোপ তৃণমূলকে, পালটা মমতার
বিস্তারিত খবর:
1. বিগত কয়েক বছরে বারবার মে মাসে ঘূর্ণিঝড়ের হানার মুখে পড়েছে বাংলা। ২০০৯ সালের ২৫ মে সুন্দরবন তছনছ করেছিল আয়লা। ২০২০ সালের ২০ মে আছড়ে পড়েছিল আমফান। এবার মে মাসের শেষে ফের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রাজ্যে ও পড়শি দেশ বাংলাদেশে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। যা মে মাসের শেষের দিকে বাংলা এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে।
আবহাওয়া দপ্তরের আপডেট বলছে, চলতি মাসে বঙ্গোপসাগরে অন্তত দুটি নিম্নচাপ তৈরি হওয়ার কথা। যা মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ২৫ মে সন্ধের পর সেটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের ভূভাগে প্রবেশ করতে পারে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, বা কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনও স্পষ্ট নয়।
2. বিনা প্রমাণে ‘চোর’ কটাক্ষ করা হচ্ছে, এই অভিযোগে এবার বিরোধীদের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার ‘চোর’ অপবাদ দেওয়া হচ্ছে কোন ভিত্তিতে, প্রশ্ন মমতার। তোপ দাগলেন সংবাদমাধ্যমের উদ্দেশেও। বিনা প্রমাণে যেসব সংবাদমাধ্যম বিজেপি নেতাদের কথা ছেপেছে, তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে চলেছেন মমতা, শ্রীরামপুরের সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
এদিকে বাকি তিন দফা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের বিশেষ নজরে পূর্ব মেদিনীপুর জেলার দুই লোকসভা আসন – কাঁথি ও তমলুক। আগামী ২৫ তারিখ মেদিনীপুর-সহ জঙ্গলমহলের মোট ৮ আসনে ভোট। তার আগে পর্যন্ত খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়– দুজনেই মেদিনীপুরের মাটিতে টানা জনসংযোগ করবেন বলে শোনা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৬ মে হলদিয়া, এগরা ও কাঁথিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ দিনে একডজন সভার কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে ১৬ তারিখেই বিষ্ণুপুরে, পরের দিন তমলুকে রোড শো এবং হুগলিতে জনসভা রয়েছে অভিষেকের। ১৮ তারিখ জয়নগরের জনসভার পাশাপাশি নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে রোড শো করবেন তিনি। পরদিন, ১৯ মে ঝাড়গ্রাম ও ঘাটালের দলীয় প্রার্থীদের হয়ে জনসভা রয়েছে তাঁর। এর পর ২২ তারিখ আবার নন্দীগ্রামে রোড শো রয়েছে অভিষেকের। উনিশের লোকসভার কথা মাথায় রেখেই এই এলাকা থেকে পদ্ম উপড়ে ফেলতে বদ্ধপরিকর তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।