খাস কলকাতায় ফের ভাঙল বহুতল। আতঙ্ক বাঘাযতীনে, তবে খবর নেই হতাহতের। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় বিচার শুরু পার্থর। রুদ্ধদ্বারে হবে সাক্ষ্যগ্রহণ। ইন্ডিয়া জোট শুধু লোকসভার জন্য। ভাঙন জল্পনায় কার্যত সিলমোহর শরদ পওয়ারের। এবার উচ্চ আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলা। অস্ট্রেলিয়া সিরিজে লজ্জার হারের জের। পারফরম্যান্স নির্ভর বেতন নীতি চালুর ভাবনা বোর্ডের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. খাস কলকাতায় ফের ভাঙল বহুতল। মঙ্গলবার কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন একদিকে হেলে পড়ে। সেইসময় নিচের তলাটি কার্যত চুরমার হয়ে যায়। তবে হতাহতের খবর মেলেনি। ঘটনার পরই পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন পৌঁছে যান ওই এলাকায়। খবর পেয়ে হাজির হন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, কয়েক বছর আগে তৈরি হয়েছিল বাঘাযতীনের ওই বহুতল। কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়। মেরামতির আশ্বাস দেন ফ্ল্যাটের প্রোমোটার। সরিয়ে নিয়ে যাওয়া হয় কয়েকজন বাসিন্দাকেও। এদিকে হাইড্রোলিক জ্যাক দিয়ে আবাসনটি উঁচু করার কাজ চলছিল। তবে এই মেরামতির কাজে কাউন্সিলরের অনুমতি ছিল না বলেই জানা যাচ্ছে। এমনকি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতেও বলেছিলেন তিনি। তারপরেও কাজ চলছিল বলে অভিযোগ। এর মাঝেই মঙ্গলবার হেলে পড়ল বাড়িটি। পুরসভার তরফে ইতিমধ্যেই আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিয়ে হয়েছে। বাড়ির মালিকের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা, এমনটাই জানাচ্ছে পুরসভা।
2. প্রাথমিকে শিক্ষক নিয়োগ ইডির মামলায় বিচার শুরু পার্থর। মঙ্গলবার থেকেই ইডির বিশেষ আদালতের রুদ্ধদ্বার কক্ষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিজের বক্তব্য জানিয়েছিলেন পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি। তাঁর নাম এই মামলার চার্জশিটে সাক্ষীর তালিকায় যুক্ত হয়। এরপর আগামী ২০ জানুয়ারি ও ২৭ জানুয়ারি আরও দুজনের সাক্ষ্যগ্রহণ করবে আদালত। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, জেলে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও মঙ্গলবার সরাসরি তা নিয়ে প্রশ্ন করা হলে পার্থ চট্টোপাধ্যায় অস্বীকার করেন। উলটে শুভেন্দুকে পাগল বলে কটাক্ষ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সম্প্রতি, জেলের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন, জেলে বসেই অপরাধীরা অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই সময়ই শুভেন্দু বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় নাকি জেলে বসেই নিয়মিত যোগাযোগ রাখছেন, কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এই অভিযোগ রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিয়েছেন পার্থ চট্টোাধ্যায়কে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।