‘উত্তরপ্রদেশে জিতেই উপহার’। EPF-এর সুদের হার কমানো প্রসঙ্গে কটাক্ষ মমতার। বিজেপিকে বিঁধে আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী। উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিরক্ষা ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করার ডাক নমোর। ১৭ ঘণ্টা পর অবশেষে আয়ত্তে ট্যাংরার আগুন। তদন্ত কমিটি গঠনের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আসানসোলে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয়।
হেডলাইন:
আরও শুনুন: 12 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- চাকুরিজীবীদের সঞ্চয়ে কোপ, ৪৪ বছর পর সর্বনিম্ন ইপিএফের সুদের হার
আরও শুনুন: 11 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- বিধানসভায় পেশ রাজ্য বাজেট, করোনাকালে বাড়ল রাজ্যের আয়, প্রশংসা মমতার
বিস্তারিত খবর:
1. চার রাজ্যে ক্ষমতায় আসার পরই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়েছে মোদি সরকার। যার জেরে মধ্যবিত্ত চাকুরিজীবীদের সঞ্চয়ে টান পড়েছে। কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করে রবিবার প্রতিবাদে গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, উত্তরপ্রদেশে জিতে এই উপহার দিয়েছে মোদি সরকার। গণ আন্দোলন গড়ে কেন্দ্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারে বাধ্য করতে হবে।
এদিন টুইটারে তৃণমূল সুপ্রিমো লেখেন, “উত্তরপ্রদেশে ভোটে জিততেই আমজনতাকে উপহার দিল মোদি সরকার। চার দশকের মধ্যে সর্বনিম্ন ইপিএফের সুদের হার। মহামারীর ধাক্কায় ধুঁকছে দেশের অর্থনীতি। মধ্যবিত্ত কর্মচারীদের পকেটেও টান রয়েছে। এমন পরিস্থিতে এই অমানবিক সিদ্ধান্ত নিল কেন্দ্র।” তিনি আরও লেখেন, “কেন্দ্রের এই অমানবিক, কৃষি-শ্রমিক বিরোধী, একমুখী পদক্ষেপ সরকারের আসল চেহারা প্রকাশ্যে নিয়ে এল। এটা এখন জলের মতো পরিষ্কার যে কেন্দ্র কৃষক, শ্রমিকের টাকা দিয়ে বড় শিল্পপতিদের সেবা করছে।”
মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার দাবি জানালেন তিনি। তাঁর কথায়, “গণআন্দোলনের মাধ্যমে কেন্দ্রের উপর চাপ তৈরি করতে হবে যাতে এই কলঙ্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্র।”
2. রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনার পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা নিয়েও আলোচনা হয়। রবিবার উচ্চপর্যায়ের বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, প্রতিরক্ষা সচিব অজয় কুমার। সেখানে প্রধানমন্ত্রীকে যুদ্ধপরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বিশ্ববাজারে যুদ্ধের কী প্রভাব পড়বে, তাও জানানো হয় মোদিকে। শুধু যুদ্ধ নয়, ‘অপারেশন গঙ্গা’-র অগ্রগতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। এদিনের বৈঠকে উঠে আসে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ। প্রধানমন্ত্রীকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে নৌসেনা ও বায়ুসেনার প্রস্তুতি নিয়েও বিস্তারিত জানানো হয়।
সূত্রের খবর, এদিনের বৈঠকে আত্মনির্ভরতা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতিতে দেশীয় প্রযুক্তির উপর ভিত্তি করে সমরাস্ত্র নির্মাণের পরামর্শ দেন তিনি। “ভারতকে আত্মনির্ভর করতে সমস্তরকম চেষ্টা করতে হবে। শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয়, অর্থনৈতিকভাবেও আত্মনির্ভর করতে হবে।” বলেন প্রধানমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।