রাজ্যের উপনির্বাচনে ধুয়েমুছে সাফ গেরুয়া শিবির। বিজেপির জেতা ৩ আসন ছিনিয়ে চার কেন্দ্রেই জয় তৃণমূলের। বিধানসভা উপনির্বাচনে জোর ধাক্কা গেরুয়ার। দেশজুড়ে দুরন্ত ফল ‘ইন্ডিয়া’ জোটের। জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়ে সিরিজ জিতল তরুণ ব্রিগেড। কলকাতা লিগে শতবর্ষের ডার্বির রং লাল-হলুদ। যুবভারতীতে ২-১ গোলে হার মোহনবাগানের।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ডোমজুড়ে সোনার দোকান লুঠের চক্রী বিহারের ‘চাচি’, গ্রেপ্তার ৫
বিস্তারিত খবর:
1. লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বঙ্গে ঘাসফুল ঝড়। ধুয়ে মুছে সাফ গেরুয়া শিবির। বিজেপির জেতা ৩ আসন ছিনিয়ে চার কেন্দ্রেই জয় তৃণমূলের। যে মানিকতলা কেন্দ্রে উপনির্বাচনের দাবি তুলেছিল বিজেপি, সেখানেই ৬০ হাজারের বেশি ব্যবধানে কল্যাণ চৌবেকে পরাস্ত করে মানিকতলা তৃণমূলের দখলেই রাখলেন সাধনপত্নী সুপ্তি পাণ্ডে। বিজেপিকে হঠিয়ে রায়গঞ্জে ৫০ হাজারেরও বেশি ভোটে জয়ী কৃষ্ণ কল্যাণী। বাগদায় প্রায় সাড়ে ৩৩ হাজার ভোটে জয়ী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বিধানসভার কনিষ্ঠতমা এই সদস্যই এখন তৃণমূলের শিবিরে মতুয়া-মুখ। রানাঘাট দক্ষিণেও ৩৮ হাজারের বেশি ভোটে জয়ী মুকুটমণি অধিকারী। ভোটগণনা শেষে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও স্বীকার করে নিলেন, সংগঠন ঠিকমতো সাজাতে না পারার কারণেই উপনির্বাচনে বিপর্যয় বঙ্গবিজেপির। তবে ভোট লুট নিয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলতে ছাড়লেন না তিনি।
এদিকে শনিবার ফলপ্রকাশের পরই মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে জয়ের উচ্ছ্বাস পরিমিত রেখেই তাঁর বার্তা, “এই জয় মা-মাটি-মানুষের জয়।” এই ফলাফলের আলাদা রাজনৈতিক গুরুত্বের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের কর্তব্যের কথাও মনে করিয়ে দিলেন দলনেত্রী।
2. পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দুরন্ত ফল ইন্ডিয়া জোটের। মোট ১০ আসনে জয় ‘ইন্ডিয়া’র শরিকদের। বিজেপি জিতল দুটি আসন, বিহারের একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। আগামী কয়েক মাসের মধ্যেই একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এনডিএ জোটকে ফের বড় ধাক্কা বিরোধীদের।
বাংলায় রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। যেখানে ২০২১ সালের ভোটের ফল অনুযায়ী, একমাত্র মানিকতলা ছাড়া বাকি কেন্দ্রগুলি ছিল বিজেপির দখলে। সেই আসন পুনরুদ্ধার করেছে তৃণমূল। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর কেন্দ্রে জয়ী হয়েছেন আপ প্রার্থী। হিমাচলের হামিরপুরে হাজার দেড়েক ভোটে বিজেপি জিতলেও সেরাজ্যের দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে হাত শিবির। তামিলনাড়ুতে জয়ী ডিএমকে। আবার অযোধ্যা, প্রয়াগরাজের পর তীর্থক্ষেত্র বদ্রীনাথেও হারল বিজেপি। এমনিতেই লোকসভা নির্বাচনে ৩০০ পেরোতে পারেনি এনডিএ জোট। এই পরিস্থিতিতে উপনির্বাচনের ফলাফলও ইঙ্গিত দিচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনগুলিতেও বিজেপিকে বড় টক্কর দিতে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দলকে সতর্ক করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। কংগ্রেস যা করেছিল, ক্ষমতায় এসে সেই একই কাজ করা বিজেপির সাজে না, দলের বর্ষীয়ান নেতা এল কে আডবাণীর মন্তব্য স্মরণ করিয়ে হুঁশিয়ারি গড়করির। একইসঙ্গে জাতপাত নিয়ে রাজনীতি করারও জোর বিরোধিতা কেন্দ্রীয় মন্ত্রীর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।