শুট আউটের জেরে আতঙ্ক ছড়াল দক্ষিণেশ্বরে। পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বিক্ষোভের মুখে ‘দিদির দূত’রা। সকলের সঙ্গে খেতে বসে ছবি তুলেই উঠে গেলেন শতাব্দী রায়। টাকা উদ্ধারের পর জাকির হোসেনকে তলব আয়কর দপ্তরের। ‘সব হিসাব দেব’, দাবি তৃণমূল নেতার। বিচারপতি মান্থার এজলাসে গরহাজির সরকারি আইনজীবীরা। এখনই দিল্লি নিয়ে যাওয়া যাবে না অনুব্রত মণ্ডলকে। ধ্বংসের মুখোমুখি গোটা যোশিমঠ। ১২ দিনে সাড়ে পাঁচ সেন্টিমিটার ডুবেছে এলাকা।
হেডলাইন:
আরও শুনুন: 12 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- তৃণমূল বিধায়কের বাড়িতে ১১ কোটি উদ্ধার আয়কর দপ্তরের
আরও শুনুন: 11 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- শিল্পের জমি ফেলে রাখলে ফিরিয়ে নেবে রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভায়
বিস্তারিত খবর:
1. শুট আউটের জেরে আতঙ্ক ছড়াল দক্ষিণেশ্বরে। দুষ্কৃতীর খোঁজে দক্ষিণেশ্বর মন্দির লাগোয়া হোটেলে তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। ডাকাতির কিনারা করতে গিয়ে জখম এক সিভিক ভলান্টিয়ার। গুলিবিদ্ধ ওই সিভিক ভলান্টিয়ারকে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্রও।
বৃহস্পতিবার রহড়া থানার খড়দহ ডাঙাদিঘলা এলাকার প্লাস্টিক কারখানা থেকে কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা লুঠ করে ওই দুষ্কৃতীরা। ঘটনার তদন্তসূত্রে দক্ষিণেশ্বর-আদ্যাপীঠ এলাকার ওই হোটেলে তল্লাশি করতে যায় রহড়া থানার পুলিশ। সেই সময়েই দুষ্কৃতীর গুলিতে জখম হন ওই সিভিক ভলান্টিয়ার। যদিও শেষমেশ তিন দুষ্কৃতীকেই আটক করেছে পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
2. পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ‘দিদির সুরক্ষা কবচ’ নামে নতুন কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসকদল। তারই অংশ হিসেবে গ্রামে গ্রামে ঘুরে নাগরিকদের নালিশ শুনছেন ‘দিদির দূত’রা। আর সেই কাজে গিয়েই শুক্রবার একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়লেন তাঁরা।
এদিন বীরভূমের মাড়গ্রামে প্রথম বিক্ষোভের মুখে পড়েন তারকা সাংসদ শতাব্দী রায়। সেখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার পর তিনি হাসনের একটি গ্রামে যান। অভিযোগ, সেখানে তাঁকে পঞ্চব্যঞ্জনে থালা সাজিয়ে খেতে দেওয়া হলেও তা ছুঁয়েই দেখেননি তারকা সাংসদ। সকলের সঙ্গে মাটিতে খেতে বসে ছবি তোলার পর সটান উঠে যান তিনি। যদিও সাংসদের দাবি, সকলের সঙ্গে বসে না খেলেও পরে ওই বাড়িতেই খাবার খেয়েছেন তিনি। এদিকে, দলীয় কর্মীদের সঙ্গে বীরভূমের বালিজুড়ি গ্রামে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হলেন তৃণমূলের রাজ্য আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বাঁকুড়া ২ নম্বর ব্লকের জুনবেদিয়ায় গিয়ে এদিন বাসিন্দাদের নালিশ শোনেন তৃণমূলের সহ-সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এদিকে ডায়মন্ড হারবারে ‘দিদির দূত’ প্রকল্প নিয়ে দলের সমর্থকদেরই ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। এই কর্মসূচিতে বিধায়ক তাঁদের সঙ্গে নিচ্ছেন না বলে অভিযোগে সরব হন তৃণমূল কর্মীরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।