রাজ্যের সব হাসপাতালের আউটডোর বন্ধের ডাক চিকিৎসকদের। দেশজুড়ে জারি প্রতিবাদ-বিক্ষোভ। আর জি কর কাণ্ডে CBI তদন্তের নির্দেশ আদালতের। সন্দীপ ঘোষকে আড়ালের চেষ্টা কেন? প্রশ্ন বিচারপতির। অধ্যক্ষ পদে নিয়োগে না। সেমিনার হলের পাশের দেওয়াল ভাঙায় উত্তাল আর জি কর। বামনেত্রী মীনাক্ষীর নেতৃত্বে বিক্ষোভ। দিল্লিতে নয়, অভিষেক-রুজিরাকে ইডির তলব কলকাতাতেই। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মামলা দায়ের।
হেডলাইন:
আরও শুনুন: 12 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে পুলিশকে ৭ দিনের ডেডলাইন, অন্যথায় CBI-তে রাজি মমতা
আরও শুনুন: 11 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে অপসারিত সুপার, দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে চিকিৎসকদের বিক্ষোভ। এবার রাজ্যের সব হাসপাতালের আউটডোর বন্ধের ডাক দিল চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে, বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হবে। ইতিমধ্যেই রাজ্যের অনেক হাসপাতালের আউটডোর বন্ধ থাকায় রোগী ভোগান্তির চিত্র উঠে এসেছে। চিকিৎসকদের ঐক্য মঞ্চের ডাকা কর্মবিরতিতে রোগীদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে, আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রভাব পড়ল দিল্লি এইমস-এ। সেখানেও শুরু হয়েছে চিকৎসকদের বিক্ষোভ এবং আন্দোলন। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে হাসপাতালের একাধিক পরিষেবা। বিশেষত ব্যাহত অস্ত্রোপচার। বিক্ষোভরত চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে ডিউটিতে যোগ দেবেন না তাঁরা। এছাড়াও কর্নাটক, উত্তরপ্রদেশেও চিকিৎসকদের একাংশও প্রতিবাদ আন্দোলনে শামিল হয়েছেন।
2. আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন নির্যাতন-খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয়। জানা গিয়েছে, পুলিশ আদালতে যে কেস ডায়েরি জমা দিয়েছিল তাতেও সন্তুষ্ট নয় হাই কোর্ট।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রবিবার পর্যন্ত পুলিশ যদি তদন্তে অগ্রগতি না করতে পারে, তাহলে মামলা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু হাই কোর্ট রবিবার পর্যন্ত অপেক্ষা করতে রাজি নয়। আদালতের পর্যবেক্ষণ, পাঁচ দিন কেটে গেলেও এই ঘটনার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই এখনই আদালতে উপস্থিত সিবিআই আধিকারিককে কেস ডায়রি হস্তান্তরের নির্দেশ দেন প্রধান বিচারপতি। গোটা তদন্ত প্রক্রিয়া চলবে আদালতের নজরদারিতে। সিবিআইকে পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে। এদিকে, আর জি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ না করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। কেন তাঁকে আড়ালের চেষ্টা চলছে, এদিন আদালতে এই প্রশ্নই তোলেন ক্ষুব্ধ বিচারপতি। সরাসরি সন্দীপ ঘোষকে উদ্দেশ্য করে লম্বা ছুটি নেওয়ার কথা বলেন প্রধান বিচারপতি। অন্যথায় আদালত নির্দেশ দেবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। আদালতের এই ধমকের পর তড়িঘড়ি স্বাস্থ্যভবনে ১৫ দিনের ছুটির আবেদন করেছেন ডাক্তার সন্দীপ ঘোষ। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।