যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও কড়া প্রশাসন। গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্র, উচ্চপর্যায়ে তদন্তের আশ্বাস পুলিশ কমিশনারের। ক্ষুব্ধ শিশু সুরক্ষা কমিশন। লোকসভা নির্বাচনে দিল্লিজয়ের ডাক তৃণমূলের। ‘প্রধানমন্ত্রী হোক মমতা’, স্লোগানে ভরল তৃণমূলের কনক্লেভের মঞ্চ। নাটকীয় দলপরিবর্তনের সাক্ষী হুগলির খানাকুল। গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে যোগ। প্রধান হয়েই তৃণমূলে ফিরলেন শাসক দলের নেতা। সন্ত্রাসবাদকে কড়া হাতে দমনের উদ্যোগ কেন্দ্রের। দুর্নীতি ইস্যুতে বিজেপিকে বিঁধতে গিয়ে বিপাকে কংগ্রেস নেত্রী।
হেডলাইন:
আরও শুনুন: 12 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- সাড়ে চার বছরের শাপমুক্তি, মরশুমের প্রথম ডার্বির রং লাল-হলুদ
আরও শুনুন:11 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুতে কড়া প্রশাসন, পুলিশের জালে প্রাক্তনী
বিস্তারিত খবর:
1. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় আরও কড়া প্রশাসন। ঘটনায় গ্রেপ্তার আরও ২। জানা গিয়েছে, ধৃত দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ দু’জনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৩। ইতিমধ্যেই সামনে এসেছে চতুর্থ প্রাক্তনীর নামও। দফায় দফায় চলছে আরও অনেককেই জিজ্ঞাসাবাদ। রবিবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান,”উচ্চপর্যায়ের তদন্ত চলছে।” একসঙ্গে ঘটনার খুব শীঘ্রই কিনারা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
পাশাপাশি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এদিন নিহত ছাত্রের মামার বাড়িতে যান। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন তাঁরা। চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীর দাবি, শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল। ওই ছাত্রটি নিজেই ভাইকে ফোন করে জানিয়েছিল, তাকে সমকামী বলে মশকরা করা হচ্ছে। নানাভাবে হেনস্তার অভিযোগও জানিয়েছিল। শিশু সুরক্ষা কমিশন, পকসো আইনে তদন্তের দাবি তুলেছে। একইসঙ্গে নাবালক হওয়ায় ওই ছাত্রের নাম আর উল্লেখ না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
এদিকে, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তৎপর ইউজিসি’র অ্যান্টি ব়্যাগিং কমিটি। আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ে ওই কমিটির প্রতিনিধি দলের আসার কথা। এছাড়া সোমবার বৈঠকে বসতে চলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
2. চব্বিশের লোকসভার প্রস্তুতিতে সরগরম গোটা দেশ। বঙ্গেও বেজেছে দামামা। রবিবার উত্তম মঞ্চে তৃণমূলের কনক্লেভ থেকেও শোনা গেল সেই বার্তাই। এদিন বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াইয়ের বার্তা দিয়ে ফিরহাদ হাকিম প্রধানমন্ত্রী মোদিকে একহাত নিলেন। তাঁর কথায়, গত দেড় মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেফারেন্স ছাড়া মোদি কোনও বক্তব্য রাখেননি। ফিরহাদের দাবি, মোদি বিশ্বাস করেন তাঁকে পালটে দিতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই তাঁর সাফ দাবি, প্রধানমন্ত্রী পদে যোগ্যতম প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের মঞ্চ ভরে উঠেছিল নতুন এক স্লোগানে। নেতৃত্বরাও বক্তব্যের শেষে জোর গলায় বলেছেন, “বলছে বাংলার জনতা, প্রধানমন্ত্রী হোক মমতা।” একই সুর দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কথাতেও। তাঁর স্পষ্ট দাবি, তৃণমূল কংগ্রেস চেয়ারের জন্য এগোবে না। বিয়াল্লিশে ৪২টা আসন পাওয়ার লক্ষ্যে এগোবে। একইসঙ্গে পুরনো প্রসঙ্গ টেনে সিপিএমের বিরুদ্ধেও সুর চড়ান কুণাল ঘোষ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।