লোকসভার ব্যস্ততার মাঝেও রাজ্যবাসীর মঙ্গলকামনা মুখ্যমন্ত্রীর। নববর্ষের প্রাক্কালে গেলেন কালীঘাটে। সন্দেশখালি কাণ্ডে মান্যতা দেওয়া হল গণধর্ষণের অভিযোগকে। মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিতে বয়ান রেকর্ডের অভিযোগ। ইডির বিরুদ্ধে বিস্ফোরক চিঠি শেখ শাহজাহানের। অভিষেকের চ্যালেঞ্জ এড়িয়ে ‘শ্বেতপত্র’ প্রকাশ কেন্দ্রের। একাধিক পানীয়ের ‘হেলথ ড্রিঙ্ক’ তকমা কাড়ল কেন্দ্র।
হেডলাইন:
আরও শুনুন: 11 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- রেড রোডের নমাজে হাজির মমতা-অভিষেক, বিভাজন নিয়ে তোপ বিজেপিকে
বিস্তারিত খবর:
1. লোকসভার হাওয়ায় নির্বাচনী প্রস্তুতি চলছে জোরকদমে। তার মধ্যেও রাজ্যবাসীর মঙ্গলকামনায় তৎপর মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতো এবারও চৈত্র সংক্রান্তির সন্ধেবেলা মন্দিরে গেলেন তিনি। এদিন প্রথমে নকুলেশ্বর মন্দিরে পুজো দেন তিনি। তার পর চলে যান কালীঘাটে। নকুলেশ্বর ও কালীঘাট মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। কালীঘাট মন্দিরে গর্ভগৃহে পুজো দেন মুখ্যমন্ত্রী। উৎসর্গ করেন বেনারসি শাড়িও। অভিষেককন্যা ছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
2. সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট পেশ করে বিস্ফোরক পর্যবেক্ষণের কথা জানাল জাতীয় মানবাধিকার কমিশন। তৃণমূল পার্টি অফিসে ডেকে মহিলাকে গণধর্ষণের অভিযোগকে মান্যতা দেওয়া হয়েছে কমিশনের রিপোর্টে। এমনকি পুলিশকে ডেকে সমঝোতার কথাও বলা হয়েছিল বলে অভিযোগ।
ভোটের মুখে সন্দেশখালি ইস্যুতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গতি বাড়িয়েছে। এছাড়াও সন্দেশখালিতে নারী নির্যাতনের যেসব ধারাবাহিক অভিযোগ উঠেছিল, তার ভিত্তিতে আগেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে জাতীয় মানবাধিকার কমিশন। NHRC-র পর্যবেক্ষণ, শাহজাহানের দুই সাগরেদ – শিবু হাজরা, উত্তম সর্দাররা যে কোনওরকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। অভিযুক্তদের রাজনৈতিক প্রভাব থাকায় অনেকেই অভিযোগ করতে পারেননি। এ নিয়ে কয়েক দফা সুপারিশ করে কমিশনের প্রশ্ন, তার ভিত্তিতে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আগামী দু মাসের মধ্যে এ নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে রিপোর্ট দিতে হবে। যদিও কমিশনের এই রিপোর্টকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। জাতীয় মানবাধিকার কমিশন বিজেপির ক্যাডারের মতো কাজ করছে বলে অভিযোগে সরব রাজ্যের শাসক দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।