রাষ্ট্রপতির উদ্দেশে কুমন্তব্যের জেরে বিপাকে রাজ্যের মন্ত্রী অখিল গিরি। টুইট করে ঘটনার নিন্দা তৃণমূলের। দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ক্ষমা চাইবেন তৃণমূল বিধায়ক। চাকরিপ্রার্থীকে কামড়ের ঘটনায় শুরু বিভাগীয় তদন্ত। অভিযুক্ত লেডি কনস্টেবলকে তলব লালবাজারের। তেলেঙ্গানায় নির্বাচনের মুখে আক্ষেপ নরেন্দ্র মোদির। প্রথা ভেঙে দেরিতে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। যোগ দেবেন না রাহুল-সহ কংগ্রেসের অনেকে। গুজরাট ভোটের জন্যই পিছোল দিনক্ষণ, কটাক্ষ বিরোধীদের।
হেডলাইন:
আরও শুনুন: 11 নভেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ডেঙ্গু নিয়ে তথ্য গোপন নয়, কেন্দ্রের দাবি ওড়াল রাজ্য
বিস্তারিত খবর:
1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কেমন দেখতে, এই মর্মে কুরুচিকর মন্তব্য করে বিপাকে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বিতর্কের জেরে শনিবার দুঃখপ্রকাশ করলেন নেতা। সূত্রের খবর, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন অনুতপ্ত মন্ত্রী।
নন্দীগ্রামে শহিদ স্মরণ মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন তৃণমূল নেতা। রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন অখিল, অভিযোগ এমনটাই। আর সেই সভার ভিডিও ফুটেজ ঘিরেই মন্ত্রী তথা তাঁর দল তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ায় রাজ্য বিজেপি। তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, শুভেন্দু সম্প্রতি অখিলের চেহারা সম্পর্কে খোঁচা দিয়ে মন্তব্য করেছিলেন। তার ‘জবাব’ দিতে গিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন কাঁথির তৃণমূল নেতা। কিন্তু রাজনৈতিক তরজার জেরে এবার লিখিত বিবৃতি দিয়ে ওই মন্তব্যের কড়া নিন্দা করল তৃণমূলও। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে, ”রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে। আমাদের বিধায়ক অখিল গিরির অশালীন মন্তব্যকে কখনওই সমর্থন করে না দল এবং এর তীব্র নিন্দা করছি। নারী ক্ষমতায়নের এই যুগে এ ধরনের মন্তব্য নারীবিদ্বেষী ও দুর্ভাগ্যজনক।” তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দলের মুখপাত্র কুণাল ঘোষও বলেন, ”অখিল গিরি প্ররোচনায় পা দিয়ে যা বলেছেন, তা অন্যায়। দল তা সমর্থন করে না।” সব মিলিয়ে ঘরে বাইরে দুদিকেই চাপে পড়েছেন রাজ্যের কারামন্ত্রী।
2. রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনার জেরে রামনগরের তৃণমূল বিধায়ক তথা কারামন্ত্রী অখিল গিরিকে নোটিস জাতীয় মহিলা কমিশনের। পাশাপাশি প্রতিবাদে সুর চড়াল বিজেপি। নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন সাহেব দাস। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে তমোঘ্ন ঘোষের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বিজেপি নেতাকর্মীদের। দাহ করা হয়েছে মন্ত্রীর কুশপুতুলও।
মন্ত্রীর বক্তৃতার ওই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তৃণমূলকে তোপ দাগেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘আদিবাসী বিরোধী’, এই মর্মে আক্রমণ শানান সুকান্ত। ঘটনার তীব্র প্রতিবাদ করে জাতীয় মহিলা কমিশনে চিঠি লেখেন বাঁকুড়া-বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর দাবি, অখিল গিরি শুধু রাষ্ট্রপতিই নন, গোটা ভারতবাসীকেই অপমান করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অখিল গিরিকে নোটিস পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।