নবম-দশমের সহকারী শিক্ষক নিয়োগে ফের জটিলতা। অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হাই কোর্টের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মোদিকে চিঠি মমতার। রাজ্যে দ্বিগুণ হতে পারে জেলার সংখ্যা, ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়লা পাচার কাণ্ডে জেরা নিয়ে সুপ্রিম তোপের মুখে ইডি। জ্ঞানবাপী মসজিদে জারি থাকবে ভিডিও সার্ভে। খারিজ তাজমহলের বন্ধ ঘর খোলার আবেদন। LIC‘র আইপিও মামলায় স্থগিতাদেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট।
হেডলাইন:
আরও শুনুন: 11 মে 2022: বিশেষ বিশেষ খবর- স্বাস্থ্যসাথী কার্ড ফেরালেই আইনি পদক্ষেপ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
১. নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে ফের জটিলতা। পুরো প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট। নবম ও দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও সেখানে নামের পাশে কোনও নম্বর দেওয়া হয়নি।অভিযোগ ওঠে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে এসএসসি। প্রশ্ন ওঠে, কেন নম্বর প্রকাশ করা হল না। এরপরই প্যানেলে দুর্নীতির অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। অস্বচ্ছতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন চাকরীপ্রার্থী সোমা সিনহা। সেই মামলাতেই এদিন রায় দিল উচ্চ আদালত। ১৭ জুন পর্যন্ত জারি হল স্থগিতাদেশ। অর্থাৎ এর মধ্যে নিয়োগ করতে পারবে না রাজ্য। পাশাপাশি এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় SLST-এর প্যানেল এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর-সহ রাজ্যকে প্রকাশের নির্দেশও দিয়েছেন। অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ মে-এর মধ্যে নম্বর বিভাজন প্রকাশের নির্দেশ বিচারপতির।
২. কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়া সত্ত্বেও এ রাজ্যের জন্য নতুন করে অর্থ বরাদ্দ হয়নি। গত চার মাস ধরে ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পের টাকাও পায়নি রাজ্য। এ সমস্ত অভিযোগই তিনি লিখে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানিয়েছেন বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জিও। বৃহস্পতিবার দুপুরেই WBCS অফিসারদের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ তুলেছিলেন, বাংলার বকেয়া টাকা দীর্ঘ সময় ধরে আটকে রেখেছে কেন্দ্র। উলটে কর আদায় করছে। এরপর বিকেলে নবান্নে ফিরে তড়িঘড়ি প্রধানমন্ত্রী মোদিকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামবাংলার দরিদ্র জনতার স্বার্থে সেই টাকা দ্রুত দিক কেন্দ্র, চিঠিতে জোর দিয়ে সেই আবেদনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।