পঞ্চায়েত নির্বাচনের দিন বদলাবে কি? শুনানি শেষে আপাতত স্থগিত রায়দান। ঠাকুরনগর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি শান্তনুর। পঞ্চায়েত ভোটের আগে ফের নিশানায় বাংলা। দুর্নীতি-হিংসাই রাজ্যের নিউ নর্মাল, মুখ্যমন্ত্রীকে তোপ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। CoWIN থেকে ফাঁস দেশবাসীর ব্যক্তিগত তথ্য। ২৫ মাসে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হার। অবশেষে বাংলায় প্রবেশ বর্ষার। বিতর্কের আবহেই নির্বাচন জাতীয় কুস্তি ফেডারেশনের।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুন 2023: বিশেষ বিশেষ খবর- মতুয়াদের বিবাদে উত্তপ্ত ঠাকুরনগর, মন্দিরে ঢুকতে পারলেন না অভিষেক
আরও শুনুন: 10 জুন 2023: বিশেষ বিশেষ খবর- মনোনয়নে হামলার অভিযোগ বিরোধীদের, নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের
বিস্তারিত খবর:
1. পঞ্চায়েত ভোট নিয়ে সোমবার দিনভর মামলা গড়াল কলকাতা হাই কোর্টে। পঞ্চায়েত ভোটের দিন কি পিছিয়ে যাবে শেষ পর্যন্ত? পাশাপাশি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় কি বাড়বে? এই সব প্রশ্নের জবাবের অপেক্ষায় রাজনৈতিক দলগুলি। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই এবারের পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে কি না, সে প্রশ্নেরও মীমাংসা করবে হাই কোর্টই।
পঞ্চায়েত ভোট নিয়ে পাঁচ দফা দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। দেখা যায়, বিরোধীদের অধিকাংশ দাবিতেই সায় দিচ্ছেন প্রধান বিচারপতি। এমনকি, এ ব্যাপারে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে কিছু প্রস্তাবও দিতে শোনা যায় প্রধান বিচারপতিকে। যার মধ্যে ভোটের দিন পিছোনোর পরামর্শ যেমন ছিল, তেমনই ছিল মনোনয়নের সময় বৃদ্ধি এবং কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানোর পরামর্শও। মামলার শুনানি শেষ হলেও রায়দান আপাতত স্থগিত রেখেছে আদালত। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশ কোন দিকে যেতে চলেছে, তা নিয়ে এখনও দ্বন্দ্বে রাজ্য ও কমিশন।
2. ঠাকুরনগর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। বিজেপির নিশানায় রাজ্যপুলিশের ভূমিকা। বিজেপি কর্মীদের মারধর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, সুজিত বসুদের মদতে পুলিশ অনৈতিকভাবে মারধর করেছে এবং গ্রেপ্তার করেছে। পালটা তৃণমূলের কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতাবালা ঠাকুর। বিজেপিকে নিশানা করার পাশাপাশি শান্তনু ঠাকুরদের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোরও অভিযোগ এনেছেন তিনি।
এদিকে উত্তর দিনাজপুরের চোপড়ায় কংগ্রেস-সিপিএমের প্রার্থী ও নেতা-সহ ৭ জনকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার সকালে প্রার্থীদের সঙ্গে কথা বলার পর তাঁদের নিয়েই থানায় যাওয়ার কথা ছিল সিপিএম ও কংগ্রেসের নেতাদের। সেখানে উপস্থিত ছিলেন দাপুটে কংগ্রেস নেতা তথা ব্লক সভাপতি অশোক রায়, সিপিএম নেতা বিদ্যুৎবরণ তরফদারও। অভিযোগ, চোপড়ার হাতিঘিসা এলাকায় পাঁচটি গাড়ি তাঁদের পথ আটকায়। ব্যাপক ভাঙচুর করা হয় তাঁদের গাড়িতে। এরপর থেকেই বেপাত্তা ছিলেন তাঁরা ৭ জন। অবশেষে সন্ধেবেলা তাঁদের উদ্ধার করে দলেরই কর্মীরা। তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।