রাজ্যের মুকুটে নয়া পালক। দক্ষতার নিরিখে দেশের সেরা বাংলার পড়ুয়ারা। কেন্দ্রের স্বীকৃতিতে পড়ুয়া ও শিক্ষাব্রতীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। চা শ্রমিকদের নিয়ে রাজ্যে প্রথম সম্মেলন। চা বলয়ে তৈরি হবে ক্রেশ। শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটির দাবিতে দিল্লিতে বড় আন্দোলনের ডাক অভিষেকের। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ। সল্টলেকের ৫ জায়গায় হানা সিআইডির। কেন্দ্রীয় সংস্থার নজরে আইপিএস অফিসার ও ঘনিষ্ঠ ব্যবসায়ী।
হেডলাইন:
আরও শুনুন: 9 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- মিলল না প্রমাণ, ভোট পরবর্তী হিংসা মামলায় বেকসুর খালাস অনুব্রত
বিস্তারিত খবর:
1. রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে বিরোধীদের সমালোচনার মধ্যেই রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। বাংলার শিক্ষাব্যবস্থাকে নয়া স্বীকৃতি দিল কেন্দ্রের NCERT। এর আগেও গোটা দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় উঠে এসেছিল রাজ্যের কলকাতা কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। আর এবার কেন্দ্র জানাল, পারফরম্যান্স বা মেধাবৃত্তিতে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে বাংলার পড়ুয়ারা। শিক্ষামন্ত্রকের নয়া সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। সমীক্ষায় দেখা গিয়েছে, আন্তর্জাতিক দক্ষতার সূচকের নিরিখে সংখ্যাতত্ত্বে বাংলার পড়ুয়াদের মেধাবৃত্তি অনেকটাই বেশি। টুইটে এই স্বীকৃতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “বাংলার সঙ্গে শ্রেষ্ঠত্বের যোগ অব্যাহত থাকুক।” এই সম্মানের জন্য রাজ্যের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।
2. চা-শ্রমিকের স্বার্থরক্ষা এবং গোষ্ঠী উন্নয়নের লক্ষ্যে রবিবার মালবাজারে চা-বাগানের শ্রমিক সম্মেলনে যোগ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরব হলেন চা শ্রমিকদের অধিকার নিয়ে। আর কেন্দ্রের থেকে সেই অধিকার আদায়ের দাবিতে বড় আন্দোলনের রূপরেখাও তৈরি করে দিলেন অভিষেক।
চা বলয়গুলিতে বিপুল উন্নয়নের স্বপ্ন দেখিয়েও তা বাস্তবায়িত করেনি কেন্দ্র, এদিন এই অভিযোগে সরব হন অভিষেক। পাশাপাশি মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দেন, তা তিনি রেখেছেন। চা বাগানে ২ টাকা কেজি দরে চাল, বিনামূল্যে রেশন সবই মিলছে এখন। তবে চা শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটির বিষয়টি সুনিশ্চিত করতে পারে কেন্দ্র সরকারই। আগামী তিন মাসের মধ্যে চা বাগানের প্রায় ৪ লক্ষ শ্রমিকের জন্য পরিচয়পত্র তৈরি করে দেওয়ার দাবিতেও এদিন সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দাবিপূরণের লক্ষ্যে ডিসেম্বরের শেষে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক, সাংসদদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন অভিষেক। তাতেও দাবিপূরণ না হলে অভিষেকের নেতৃত্বে দিল্লির শ্রম মন্ত্রকে গিয়ে চলবে আন্দোলন। পাশাপাশি অভিষেক জানিয়েছেন, কাঁধের বা পিঠের ঝুড়িতে সন্তানকে বেঁধে রেখে বাগানে কাজ করার দিন শেষ চা শ্রমিকদের। এবার বাগানের কাছেই সন্তানদের রাখার জন্য ক্রেশ তৈরি হবে বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।