এবার ডাক্তারিতেও ডিপ্লোমা। তিন বছরের কোর্স পাশ করলেই চিকিৎসকের স্বীকৃতি। নবান্নে রিভিউ বৈঠকে প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের। কালিয়াগঞ্জের ঘটনায় খারিজ সিবিআই তদন্তের আরজি। তদন্তভার নিচ্ছে সিট। হাই কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে টি এস শিবজ্ঞানম। মোবাইল পুকুরে ছুড়ে ফেলেননি জীবনকৃষ্ণ। মহারাষ্ট্রের রাজনীতিতে বড় মোড়। ইমরানের গ্রেপ্তারিতে নাটকীয় পরিস্থিতি পাক আদালতে।
হেডলাইন:
আরও শুনুন: 10 মে 2023: বিশেষ বিশেষ খবর- মাধ্যমিকের ফলপ্রকাশ ১৯ মে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
বিস্তারিত খবর:
1. এবার ডাক্তারিতেও শুরু হচ্ছে ডিপ্লোমা কোর্স। প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও বাড়াতেই বিশেষ এই ভাবনা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার নবান্নে রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর প্রস্তাব, ইঞ্জিনিয়ারদের মতো চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করা যেতে পারে। তার ফলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ করলেই পাওয়া যাবে চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাঁদের প্রশিক্ষণ দেবেন। মুখ্যমন্ত্রীর কথায়, তাঁদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো যেতে পারে। তাতে সকলেই উপকৃত হবেন বলেই আশাবাদী তিনি। প্রয়োজনে স্বাস্থ্যসচিবকে কমিটি তৈরি করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশে নিয়োগের কথাও বলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা জানান, যত তাড়াতাড়ি সম্ভব পুলিশবাহিনীর সদস্য সংখ্যা বাড়াতে হবে। সেক্ষেত্রে আগামী তিন মাসের মধ্যে পুলিশে নিয়োগ করতে হবে। তাঁদের প্রশিক্ষণ দিতে হবে মাসের মধ্যে সাতদিন। বাকি ২১ দিন পুলিশবাহিনীতে কাজ করবেন তাঁরা এমনটাই প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
2. কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় খারিজ সিবিআই তদন্তের আরজি। তদন্তভার সিট-এর হাতে তুলে দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, আইপিএস দময়ন্তী সেন ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে নিয়ে তৈরি হল সিট। ৩ সদস্যের সিটে আধিকারিকদের নির্বাচিত করেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী দিনে, হাই কোর্টের নজরদারিতে কাজ করবে এই বিশেষ তদন্তকারী দল। কিছুদিন আগে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সিবিআই তদন্তের দাবিতে হাই কোর্টে মামলাও হয়। কিন্তু বৃহস্পতিবার বিচারপতি সেই সিবিআই তদন্তের দাবি খারিজ করে বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছেন। হাই কোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিট। এখনও পর্যন্ত ঘটনার যাবতীয় নথি সিটের হাতে তুলে দেবে পুলিশ, সেই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন মনে করলে সিটের সদস্যরা দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে পারেন। তবে তদন্ত চলাকালীন কোথাও কোনও ইন্টারভিউ দিতে পারবেন না। আগামী ২৮ জুনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতির।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।