শিল্পের জমি ফেলে রাখলে ফিরিয়ে নেবে রাজ্য। মেডিক্যাল কলেজে নিয়োগ-সহ একাধিক বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। অবশেষে উঠল আইনজীবীদের বয়কট। বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের। তৃণমূল-সহ ২১টি দলকে ভারত-জোড়ো-যাত্রায় শামিল হওয়ার ডাক। আমন্ত্রণ মল্লিকার্জুন খাড়গের। বিশ্বের দরবারে ফের সম্মানিত ভারতের সিনেমা। ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কার পেল RRR ছবির গান।
হেডলাইন:
আরও শুনুন: 10 জানুয়ারি 2023: বিশেষ বিশেষ খবর- এজলাস বয়কটে বিক্ষোভকারীদের বিরুদ্ধে রুল জারি বিচারপতি মান্থার
বিস্তারিত খবর:
1. রাজ্যে শিল্পোদ্যোগ বাড়াতে নয়া সিদ্ধান্ত মন্ত্রিসভার। এবার থেকে শিল্পের জন্য জমি নিয়ে সেই জমি দীর্ঘদিন ফেলে রাখা যাবে না। তেমনটা ঘটলে সেই জমি ফিরিয়ে নেবে রাজ্য সরকার। এ সংক্রান্ত আইন সংশোধনে এবার ছাড়পত্র দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে এদিন। এদিকে রাজ্যের অগ্নিনির্বাপণ বিভাগকে আরও আধুনিক করতে দমকল বিভাগে অত্যাধুনিক ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সব মিলিয়ে, বুধবার মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হল একাধিক বড় সিদ্ধান্ত।
মন্ত্রিসভার সিদ্ধান্ত, যদি কোনও সংস্থা বা শিল্পোদ্যোগী শিল্পের নামে কম দামে জমি নিয়ে সেই জমি ফেলে রাখে, তাহলে লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে সেই জমি ফিরিয়ে নেওয়া হবে। একইসঙ্গে যেসব সংস্থা বা শিল্পদ্যোগী ভাল কাজ করছে, তাঁদের উৎসাহ দিতে তাঁদের জমির লিজকে নিঃশর্ত দলিলে পরিণত করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগেই ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব রেখেছিলেন শিল্পোদ্যোগীরা। সেই দাবিই এবার মেনে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
2. গঙ্গাসাগর মেলার মধ্যেই পুণ্যার্থীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের। এবার থেকে বারাণসীর ধাঁচে কলকাতাতেও হবে গঙ্গা আরতি। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মতিথিতেই তার প্রস্তুতি শুরুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার জন্য কী কী বন্দোবস্ত করেছে রাজ্য সরকার, দিলেন তার খতিয়ানও। এদিনের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার আউট্রাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে গঙ্গার ঘাট পরিদর্শন করে খতিয়ে দেখেন কোথায় গঙ্গা আরতি করা যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস। সবরকম প্রস্তুতি সেরে তারপরেই গঙ্গা আরতির সূচনা হবে বলে জানিয়েছেন মমতা। আর এই প্রসঙ্গেই তিনি জানান, গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে রাজ্য সরকার কোনও ফাঁক রাখেনি। কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগরের তুলনা করে নিন্দুকদের কটাক্ষ করেন মমতা। এদিকে এদিনের অনুষ্ঠান থেকেই আরও একবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনায় মুখ খোলেন তিনি। ভুয়ো খবর থেকে যাতে অশান্তি না ছড়িয়ে পড়ে, সে বিষয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।