তৃণমূলের রাজ্যসভার প্রার্থীতালিকায় মতুয়াপ্রার্থী মমতাবালা ঠাকুর। আছেন সাগরিকা ঘোষ। এদিকে শমীক ভট্টাচার্যকেই প্রার্থী করল বিজেপি।সন্দেশখালির অশান্তিতে উসকানির অভিযোগ। কলকাতায় গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। সোমবারই উত্তপ্ত সন্দেশখালি যাবেন রাজ্যপাল। উচ্চমাধ্যমিক শেষ হলেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদি। আপাতত সুস্থ আছেন মিঠুন চক্রবর্তী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ফিরল হতাশার ছবি, ট্রফি অজিদের ঝুলিতেই।
হেডলাইন:
আরও শুনুন: 10 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, রিপোর্ট তলব রাজ্যপালের
আরও শুনুন: 9 ফেব্রুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- রাজ্যসভায় শনিবারই অভিন্ন দেওয়ানি বিধি বিল! তুঙ্গে জল্পনা
বিস্তারিত খবর:
1. রাজ্যসভায় প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূল। রবিবার চার প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলার শাসকদল। নতুন এই প্রার্থী তালিকা বেশ চমকপ্রদ। মতুয়াপ্রার্থী মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনই জায়গা দেওয়া হয়েছে বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, রাজ্য়সভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে। পুরনো সাংসদদের মধ্যে একমাত্র নাদিমুল হককে ফের টিকিট দেওয়া হয়েছে। বাদ পড়েছেন শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তীরা। এই প্রার্থীতালিকায় মমতাবালা ঠাকুরকে রাখা মাস্টারস্ট্রোক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সদ্য CAA লাগু নিয়ে বড় ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নিরিখেই মতুপ্রার্থীর জায়গা পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এছাড়া বড় চমক বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষের নামও। সর্বভারতীয় ক্ষেত্রেও তিনি উদারপন্থী হিসেবে পরিচিত। এছাড়া কংগ্রেসের বর্ষীয়ান নেতা অভিষেক মনু সিংভিকে ফের টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। গতবার তিনি তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কিন্তু এবার তৃণমূলের ‘একলা চলো’ নীতি অনুযায়ী তাঁকে আর প্রার্থী না করারি সিদ্ধান্ত বাংলার শাসকদলের। এদিকে শমীক ভট্টাচার্যের উপরই আস্থা রাখল বিজেপি। বাংলায় তাঁকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে গেরুয়া শিবির।
2. সন্দেশখালির অশান্তিতে উসকানির অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। রবিবার বাঁশদ্রোণী থানায় বেশ কয়েক ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় প্রাক্তন বাম বিধায়ককে। জানা গিয়েছে, নিখোঁজ তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার অভিযোগের ভিত্তিতে আটক করা হয় নিরাপদ সর্দারকে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরই গ্রেপ্তারও করা হয়। যদিও এই নিয়ে বাম বিধায়কের দাবি, কেন আটক করা হল তার কোনও কাগজ পুলিশ দেখাতে পারেনি। এদিকে, পরিস্থিতির জটিলতা বুঝে কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানা গিয়েছে, আগামী সোমবারই সন্দেশখালি যাবেন রাজ্যপাল বোস। খতিয়ে দেখবেন সেখানকার পরিস্থিতি। পাশাপাশি, রবিবার অশান্ত সন্দেশখালিতে ঢুকতে বাধার মুখে বাম প্রতিনিধি দল। জানা গিয়েছে, এদিন সন্দেশখালি যাওয়ার পথে ফেরিঘাটেই পুলিষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মীনাক্ষীরা। বেশ কিছুক্ষণ অবরোধ করলেও অবশেষে ফিরে যান বাম প্রতিনিধিরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।