বিশ্বশান্তির বার্তা দিয়ে জি-২০ বৈঠকের সমাপ্তি ঘোষণা প্রধানমন্ত্রীর। ইউক্রেন যুদ্ধ থামার প্রার্থনা মোদির। পরবর্তী ভার্চুয়েল সম্মেলন নভেম্বরে। ফের ইডির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। INDIA জোটের প্রথম কো-অর্ডিনেশন বৈঠকের দিনই হাজিরার নির্দেশ। রাজ্যপালের নয়া পদক্ষেপে উত্তাল বঙ্গ রাজনীতি। দেশের নাম বদল ইস্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। চিনা আগ্রাসনের পালটা জবাব নয়াদিল্লির। লাদাখে তৈরি হবে বিশ্বের উচ্চতম সামরিক বিমানঘাঁটি। আবারও থমল ভারত-পাক দ্বৈরথ।
হেডলাইন:
আরও শুনুন: 8 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ধূপগুড়িতে সবুজ ঝড়, উপনির্বাচনের ফলে ‘ইন্ডিয়া’-র জয় দেখছেন মমতা
বিস্তারিত খবর:
1. শেষ হল দুদিন ব্যাপী জি ২০ বৈঠক। রবিবার দুপুরে ভারত মণ্ডপমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে প্রার্থনা করলেন, সারা বিশ্বে যেন শান্তি বজায় থাকে। ইউক্রেন যুদ্ধের আবহেই তাঁর এই প্রার্থনা। এদিন রাজঘাটে গান্ধী সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বাইডেন-সহ সমস্ত রাষ্ট্রনেতারা। এদিন বিকেলে আফ্রিকান ইউনিয়নের প্রধান আজালি অ্যাসাউমনির সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও জি-২০ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সারেন প্রধানমন্ত্রী। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও এদিন মধ্যাহ্নভোজের সময় বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান মোদি। জানা গিয়েছে, এদিন দুই দেশের সম্পর্ক নিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন তাঁরা। একইসঙ্গে আগামী নভেম্বরে ভারচুয়াল জি-২০ সম্মেলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি। অধিবেশনের সভাপতিত্ব তুলে দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি’সিলভা-র হাতে।
2. ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব। INDIA জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম দিনই তৃণমূল সাংসদকে হাজিরার নির্দেশ। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অভিষেক নিজেই। সেইসঙ্গে নাম না করে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তৃণমূল নেতার কথায়, আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কো অর্ডিনেশেন কমিটির প্রথম বৈঠক। যে কমিটিতে রয়েছেন তিনিও। আর সেদিনই তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, তাঁর কাজে বাধা দিতে এটা ইডির ‘কাপুরুষোচিত’ পদক্ষেপ! বিরোধী জোটের সমন্বয় কমিটির বোইঠকের দিনেই অভিষেকের তলবকে ঘিরে রাজনৈতিক মহলেও তুঙ্গে উঠেছে বিতর্ক।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।