গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত মোমিনপুর। এলাকায় যাওয়ার পথে গ্রেপ্তার সুকান্ত মজুমদার। বিক্ষোভ বিজেপির। প্রতিবাদে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। সুবীরেশ ভট্টাচার্যের কথাতেই বদলেছিল মার্কশিটের নম্বর। দাবি সিবিআই-এর। হরিদেবপুর কাণ্ডে পুলিশের হাতে এল ময়নাতদন্ত রিপোর্ট। ভারী বস্তুর আঘাতেই মৃত্যু অয়ন মণ্ডলের। ৮২ বছর বয়সে প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব।
হেডলাইন:
আরও শুনুন: 9 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- মা লক্ষ্মী সেজে ধরনামঞ্চে অভিনব প্রতিবাদ চাকরিপ্রার্থীদের
বিস্তারিত খবর:
1. দুই গোষ্ঠীর বচসার জেরে ব্যাপক চাঞ্চল্য মোমিনপুরে। মোমিনপুর যাওয়ার পথে গ্রেপ্তার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউতে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা-কর্মীরা। স্তব্ধ যান চলাচল। মোমিনপুরের ঘটনার প্রতিবাদে এদিন রাজভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্যরা।
শনিবার রাতের পর, রবিবার দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক ভাঙচুর শুরু হয়। কাচের বোতল ছোঁড়াছুঁড়িও হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র্যাফ। সোমবার সকালেও নজরদারি চলে। এদিন ওই এলাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কিন্তু চিংড়িঘাটায় গার্ডরেল দিয়ে রাস্তা ঘিরে দেওয়া হয়। মোমিনপুর যেতে বাধা দেওয়া হয় তাঁকে। তাতেই মেজাজ হারান সুকান্ত। পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়েও পড়েন তিনি। এরপরই আটক করা হয় সুকান্তকে। প্রিজন ভ্যানে ওঠার সময় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুকান্ত মজুমদারের গ্রেফতারির প্রতিবাদে, কলকাতার জায়গায় জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। রবিবার রাতে ৩ ঘণ্টা মোমিনপুর এলাকায় বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল কেন, সিইএসসি-র দপ্তরে গিয়ে সেই প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “নাটক করতে গিয়ে পরিস্থিতি খারাপ করা হচ্ছে। পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে।”
2. উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের কথাতেই মার্কশিটের নম্বর বদলেছিল। আদালতে এমনই দাবি করলেন সিবিআইয়ের আইনজীবীরা। প্রভাবশালী তত্ত্ব টেনে এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুবীরেশের জামিনের বিরোধিতা করে সিবিআই। তাঁর জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধির দাবি জানানো হয়। সিবিআইয়ের আইনজীবীরা জানান, এখনও প্রচুর নথি পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চূড়ান্ত পর্যায়ে আছে। তাঁদের আরও দাবি, “নিয়োগ দুর্নীতি এক বৃহত্তর ষড়যন্ত্র। সুবীরেশ প্রভাবশালী। তিনি এখন মুক্তি পেলে দুর্নীতির প্রমাণ, নথি নষ্ট করতে পারেন।” সিবিআইয়ের যুক্তির পালটা হিসেবে সুবীরেশের আইনজীবী জানান, “আমার মক্কেলের অনেক বয়স। উনি অসুস্থ। রক্তচাপ বেশি। রক্তে শর্করার পরিমাণও বেশি অনেকটা। ওঁর শিক্ষাযোগ্যতা বিচার করুন।” সওয়াল জবাব শেষে ধৃতের জেল হেফাজতের মেয়াদ ১৯ অক্টোবর পর্যন্ত বৃদ্ধির নির্দেশ দিল আদালত। এবার আলিপুর জেলের পরিবর্তে প্রেসিডেন্সি জেলে থাকবেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।