প্রতিবেশী ৩ দেশের অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদান। নির্দেশিকা জারি কেন্দ্রের। বাংলাতেও লাগু হবে সিএএ, দাবি শুভেন্দুর, পালটা কুণালের। সেতু বিপর্যয়ের পর মোরবিতে মোদি। তড়িঘড়ি হাসপাতাল সারাই নিয়ে শুরু বিতর্ক। শংসাপত্র এখনই নয়। তবে জানানো হবে ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে মমতা। কাটমানি প্রসঙ্গে হিরণের কটাক্ষের জবাব দেবের। রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় শামিল রোহিত ভেমুলার মা।
হেডলাইন:
আরও শুনুন: 30 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- দেশের গণতন্ত্র রক্ষা করুক বিচারব্যবস্থা, আবেদন মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করল ভারত। এই মর্মে সোমবার একটি নির্দেশিকা জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন সম্প্রদায়ের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। গুজরাটে ভোটের আগেই এল কেন্দ্রের এই চমকপ্রদ ঘোষণা। ইতিমধ্যেই গুজরাটের মেহসানা ও আনন্দ জেলায় বসবাসকারী অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। তাৎপর্যপূর্ণ ভাবে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর না হওয়ায় ‘নাগরিকত্ব আইন, ১৯৫৫’-এর আওতায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘‘CAA প্রয়োগ শুরু হল এইভাবে। এক যাত্রায় পৃথক ফল হবে না। বাংলাতেও এভাবে CAA লাগু করা হবে।’’ তাঁকে বিঁধে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘মতুয়ারা এখানকার ভোটার। তাঁদের কাছেও নাগরিকের সমস্ত নথিপত্র আছে। আলাদা করে কী সুবিধা পাবেন? আসলে গুজরাটে যে এত বড় সেতু বিপর্যয় ঘটে গেল, তাতে তো যথেচ্ছ দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছে। সেসব থেকে দেশবাসীর নজর ঘোরানোর চেষ্টায় ভোটের আগে এই ঘোষণা।” তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা চলছে। একই মত কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীরও। কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
2. সেতু বিপর্যয়ের পর মঙ্গলবার মোরবির দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোরবিতে সেতু ভাঙ্গার ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১৪১ জনের। ঘটনায় শোক প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-ও।
মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর সরকারি হাসপাতালে দুর্ঘটনায় আহতদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে এই ঘটনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন মোদি। বৈঠক শেষে গোটা ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে মোদির মোরবি সফর নিয়ে জমে উঠেছে রাজনৈতিক বিতর্কও। প্রধানমন্ত্রীর সফরের আগেই ব্রিটিশ আমলের সেতুর সংস্কারের দায়িত্ব যে সংস্থার উপরে, তাদের নাম ঢেকে দেওয়া হয় সাদা প্লাস্টিক দিয়ে। পাশাপাশি গুজরাটের সরকারি হাসপাতালে কার্যত ‘সাজ সাজ’ রব পড়ে যায়। রাত জেগে হাসপাতাল সাজিয়ে তোলা হয়। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় তুলেছেন বিরোধীরা। অভিযোগ, নিখোঁজ আত্মীয়কে খুঁজতে আসা ব্যক্তিদেরও এই কারণে অপেক্ষা করতে হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এই ড্যামেজ কন্ট্রোলের তীব্র সমালোচনা করা হয়। ভোটের মুখে কংগ্রেস ও আপের মতো দলগুলি ক্ষমতাসীন বিজেপিকে বেকায়দায় ফেলতে প্রশ্ন তুলেছে, কোনও কর্তৃপক্ষের কাছ থেকে সবুজ সংকেত না পেয়েই কেন ওই সেতুটি নতুন করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্ব নির্ধারিত সময়ের আগেই। সব মিলিয়ে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।