ওয়ানড় বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭৬। চলছে উদ্ধারকাজ। বিধ্বস্ত এলাকায় হাজির রাহুল-প্রিয়াঙ্কা। ওয়ানড়ে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ, পাশে থাকার বার্তা মমতার। প্রকৃতির রুদ্ররোষে সংসদে পেশ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল।মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড ও হিমাচলপ্রদেশ। প্রাণহানি অন্তত ১৪ জনের, নিখোঁজ প্রায় ৫০। বাংলাদেশে নিষিদ্ধ জামাত ও ইসলামি ছাত্রশিবির। প্যারিস অলিম্পিক্সের ষষ্ঠ দিনে ফের পদক শুটিংয়ে। ব্রোঞ্জ পেলেন স্বপ্নিল।
হেডলাইন:
আরও শুনুন: 31 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ওয়ানড়ে ধসের আগেই সতর্ক করা হয় কেরলকে, বাম সরকারকে নিশানা শাহের
আরও শুনুন: 30 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- ওয়ানড় ধসে মৃত বেড়ে ১০৬, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. ওয়ানড়ের ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭৬। এখনও প্রায় দুই শতাধিক মানুষ নিখোঁজ। স্থানীয়দের মতে, নিখোঁজদের জীবিত থাকার সম্ভাবনাও ক্ষীণ। বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট, বাড়িঘর প্রায় নিশ্চিহ্ন। ওয়ানড়ের জেলা প্রশাসন জানাচ্ছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে হাজার হাজার টন পাথর এবং মাটির যে স্তূপ তৈরি হয়েছে, তা খুঁড়ে উদ্ধারের কাজ চালানো খুব কঠিন। লাগাতার বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালাচ্ছেন সেনা, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দপ্তর, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মীরা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, দু’দিনের অভিযানে দেড় হাজার জনের বেশি মানুষকে নিরাপদে সরানো গিয়েছে। এদিকে বিপর্যয় উপেক্ষা করেই ওয়ানড়ে হাজির লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়ানড়ের সদ্যপ্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। সঙ্গী কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রেন কোট গায়ে চাপিয়ে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন তাঁরা। ত্রাণ শিবিরে গিয়ে কথা বলেন দুর্গতদের সঙ্গেও। ওয়ানড়ের এই ভয়াবহ পরিস্থিতিতে শোকবিহ্বল গোটা বিশ্ব। ভারতকে সমবেদনা জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে মালদ্বীপ। এবার শোকবার্তা জানাল আমেরিকা ও রাশিয়াও।
2. প্রবল বর্ষণের জেরে ভূমিধসে বিপর্যস্ত কেরলের ওয়ানড়। X হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “মানবিক কারণে আমরা ২ সাংসদকে ওয়ানড়ে পাঠাচ্ছি। তাঁরা দুদিন থাকবেন। মৃত এবং আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।” বিপর্যয়ে নিহতদের পরিবার প্রতি শোকপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। বিধ্বস্ত ওয়ানড়ের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে।
এদিকে শুধু ওয়ানড় নয়, অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মুম্বই-সহ একাধিক শহর। কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে আটকে বহু পর্যটক। শিমলাতেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। ওয়ানড়ের ঘটনা বাদ দিলে প্রকৃতির রুদ্ররোষে ৭ রাজ্যে মৃত অন্তত ৩২। এই পরিস্থিতিতে সংসদে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। বিলটিতে ডিজাস্টার ডেটাবেস তথা বিপর্যয় সংক্রান্ত তথ্যভাণ্ডার তৈরি করার কথা বলা হয়েছে। এর ফলে দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া যাবে। পাশাপাশি এই ডেটাবেসে ত্রাণ তহবিলের জন্য বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য এবং কেন্দ্র দ্বারা নির্ধারিত প্রস্তুতি ও পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে। সাম্প্রতিক পরিস্থিতিতে এই বিল পেশ করে মুখরক্ষার চেষ্টা করছে মোদি সরকার, এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।