মতুয়া মেলায় যোগ দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনখড়। অসুস্থ হয়ে মাঝপথ থেকে ফিরলেন রাজভবনে। ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। ফাঁস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক। তদন্তে NIA। দেশের অধিকাংশ রাজ্যে প্রত্যাহার হল করোনা বিধি। সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। বৃদ্ধি মৃতের সংখ্যাতেও। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তিতে এসএসসি কর্তা। আগামী সোমবার পর্যন্ত স্থগিত সিবিআই-এর জেরা। দায়ের করা যাবে না এফআইআরও।
হেডলাইন:
আরও শুনুন: 31 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- কমেছে করোনার প্রকোপ, রাজ্যে উঠল করোনা বিধিনিষেধ
আরও শুনুন: 30 মার্চ 2022: বিশেষ বিশেষ খবর- ৩ শতাংশ বাড়ল কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা
বিস্তারিত খবর:
1. মতুয়া মেলায় যোগ দিতে গিয়ে মাঝপথেই অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড়। কৈখালি থেকে গাড়ি ঘুরিয়ে সোজা রাজভবনে ফেরেন তিনি। তারপরই শুরু হয়েছে তাঁর চিকিৎসা। জানা গিয়েছে, হজমের সমস্যা হয়েছে তাঁর। এসএসকেএম হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঠাকুরনগরে বারুণী মেলা আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত হতেই রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন জগদীপ ধনকড়। আজ স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে রওনাও হয়েছিলেন। কিন্তু হঠাৎই মাঝপথ থেকে ফিরে আসেন। প্রথমে শোনা যায় ব্যক্তিগত কারণেই নাকি ফিরে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর, আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাজভবনে ফেরেন তিনি। মতুয়া সম্প্রদায়ের তরফে আমন্ত্রণ পেয়েও তা শেষমেশ রক্ষা করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়।
2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক ফাঁস। এই ঘটনায় তদন্তের দায়িত্ব নিতে চলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, একটি ই-মেলে মোদিকে হত্যার ছকের কথা বিস্তারিতভাবে জানিয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তার দাবি, চোরাই পথে ইতিমধ্যে ২০ কেজি আরডিএক্স বিস্ফোরক মজুত করা হয়েছে দেশে।
সূত্রের খবর, সম্প্রতি এনআইয়ের মুম্বই অফিসে একটি ইমেল পাঠায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। সেখানে লেখা ছিল, “আমি গোটা ভারতে ২০টি হামলার প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।” এদিকে, খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি মেল প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। কোথা থেকে ইমেলটি এসেছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্যি সেই বিষয়ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা দ্রুত তদন্ত শুরু করছে বলে খবর। কে বা কারা ইমেলটি পাঠিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে এহেন ঘটনা এই প্রথম নয়। এর আগে গোয়েন্দারা জানিয়েছিলেন, স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষছে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিরা। সম্ভাব্য জঙ্গি নাশকতার হাত থেকে বাঁচতে প্রধানমন্ত্রীকে বুলেটপ্রুফ এনক্লোজারের ভিতর থেকে ভাষণ দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।