রেড রোডে জমকালো কার্নিভালে পুজোর সমাপ্তি বঙ্গে। ঢাক বাজিয়ে, সাঁওতালি গানের ছন্দে পা মিলিয়ে কার্নিভাল জমালেন মুখ্যমন্ত্রী। হরিদেবপুরের যুবক খুনে পরতে পরতে রহস্য। অন্ত্বঃসত্তা ছিলেন নিহত অয়নের প্রেমিকা, দাবি পরিবারের। বায়ুসেনা দিবসেই বড় ঘোষণা এয়ার চিফ মার্শালের। আগামী বছরই বায়ুসেনায় নিয়োগ মহিলা অগ্নিবীরদের। মহিলাদের এশিয়া কাপে বাংলাদেশকে হেলায় হারাল ভারত।
হেডলাইন:
আরও শুনুন: 7 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ‘কৃত্রিম বাঁধ দেওয়া হয়নি’, মালবাজারের হড়পা বিপর্যয়ে দাবি প্রশাসনের
বিস্তারিত খবর:
1. প্রায় দু-বছর পর চেনা ছন্দে রেড রোডের পুজো কার্নিভ্যাল। করোনার কারণে বিগত দু-বছর বন্ধ ছিল পুজোর এই সমাপ্তি উৎসব। এ বছর তাই কার্নিভ্যাল ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। তা ছাড়া দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাবার পর এবারই প্রথম কার্নিভ্যালের আয়োজন। তাই সব মিলিয়ে এবারের সমাপ্তি উৎসব ছিল বিশেষ। যদিও এরমধ্যেই মালবাজারে ঘটে গিয়েছে ভয়ানক বিপর্যয়। প্রতিমা নিরঞ্জনে গিয়ে হড়পা বানের কবলে পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। তাই এ বছর পুজো কার্নিভ্যাল বাতিলেরও দাবি উঠেছিল। শনিবার বিকেলে অবশ্য যথারীতি রঙিন হয়ে উঠল রেড রোড। আঁটসাট নিরাপত্তা ছিল গোটা এলাকা জুড়েই। নির্ধারিত সময়েই শুরু হয় প্রদর্শনী। কলকাতা পুলিশের বিশেষ প্রদর্শনীতে সূচনা হয় কার্নিভ্যালের। এবার সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিল প্রায় ৯৫টি পুজো। তিন মিনিটের ছোট্ট অনুষ্ঠানে পুজোর আবহ তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রীর সামনেই বর্ণাঢ্য শোভাযাত্রায় ট্যাবলো প্রদর্শন করে পুজো উদ্যোক্তারা। পুজোর সমাপ্তির এই উৎসবে অন্য মেজাজে পাওয়া গেল খোদ মুখ্যমন্ত্রীকেও। এদিনও ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। পাশাপাশি সাঁওতালি গানের ছন্দে পা মিলিয়ে কার্নিভাল জমিয়ে দেন তিনি। কার্নিভালে এত সক্রিয় ভাবে অংশ নিতে এর আগে তাঁকে দেখা যায়নি। পাশাপাশি ধুনুচি নাচে অংশ নেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও। সব মিলিয়ে পুজোর পরেও যেন পুজোর আবহ ছেয়ে থাকল কলকাতাকে। বাংলার শ্রেষ্ঠ উৎসবের এই বর্ণিল সমাপ্তি অনুষ্ঠানের সাক্ষী থাকলেন বিদেশি অতিথিরাও।
2. হরিদেবপুরের যুবক হত্যাকাণ্ডের তদন্তে নেমে একের পর এক রহস্যের খোঁজ পেল পুলিশ। প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্যও। জানা গিয়েছে, দু’মাসের অন্ত্বঃসত্তা অয়নের প্রেমিকা। একাদশীর দিন হরিদেবপুরের বাড়িতে এসে নিহত অয়নের মাকে একথা জানিয়েছিল তাঁর প্রেমিকা। শনিবার এমনই দাবি করলেন নিহত অয়নের দিদা। পাশাপাশি জানা গিয়েছে, প্রেমিকা ও তাঁর মায়ের সঙ্গে অশালীন ব্যবহার করছিল মদ্যপ অয়ন মণ্ডল। তা দেখে রাগে ফেটে পড়ে প্রেমিকার ভাই। আর তার জেরেই মারধরে খুন হন হরিদেবপুরের যুবক। প্রাথমিক তদন্তে এমনটাই মনে করছে পুলিশ। ঘটনায় অয়নের প্রেমিকার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অয়নের প্রেমিকা, তার বাবা দীপক জানা, মা রুমা জানা ও ভাইকে আটক করে জেরা শুরু করে। জেরায় কার্যত ভেঙে পড়েন অয়নের প্রেমিকার পরিবারের লোকজন। জানায়, মদ্যপ অবস্থায় দশমীর রাতে প্রেমিকার বাড়িতে যান অয়ন। সেই সময় অবশ্য প্রেমিকা বাড়িতে ছিল না। তাতে বিরক্ত হন ওই যুবক। প্রেমিকা ফিরে আসার পর তার সঙ্গে দুর্ব্যবহার করেন অয়ন। প্রেমিকার মা ওই গণ্ডগোলের মাঝে জড়িয়ে পড়েন। ইতিমধ্যে প্রেমিকার ভাই বাড়িতে ঢোকে। মা এবং দিদির সঙ্গে অয়নকে দুর্ব্যবহার করতে দেখে মাথার ঠিক রাখতে পারেনি কিশোরীর ভাই। ভারী বস্তু দিয়ে অয়নের মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনায় অয়নের প্রেমিকা, বাবা, মা, ভাই, ভাইয়ের বন্ধু, গাড়িচালক-সহ এখনও পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।