দিল্লির সঙ্গে কথা বলবেন, উত্তরবঙ্গ থেকে আশ্বাস রাজ্যপালের। কলকাতায় এসেও তৃণমূলকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রীর। পালটা দিলেন অভিষেক। কেন্দ্রের বকেয়া উদ্ধারে নয়া দাওয়াই অভিষেকের। সুকান্তকে ফোন করুন বঞ্চিতরা। বিজেপি নেতার ফোন নম্বর ফাঁস করে নির্দেশ তৃণমূলের। হাই কোর্টের কামদুনি রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। সিকিমকে ত্রাণ দিলেও উত্তরবঙ্গ নিয়ে নীরব কেন্দ্র।ইজরায়েলকে নিশানা করে ৫ হাজার রকেট ছুড়ল প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী। রেকর্ড গড়ে ভারতের ঝুলিতে এল ১০৭ পদক।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. দ্রুত কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন, উত্তরবঙ্গ থেকে আশ্বাস দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মানুষের দাবি মেটাতে দিল্লির সঙ্গেও কথা বলবেন তিনি। শনিবার রাজ্যের শাসক দলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে এমনটাই জানিয়েছেন আনন্দ বোস। তবে কোনও রাজনৈতিক বাধা থাকলে তিনি কিছু করতে পারবেন না বলেও সাফাই দিয়েছেন রাজ্যপাল।
এদিকে শনিবার কলকাতায় এসে ফের তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। দিল্লি অভিযানকে ‘তামাশা’ বলে কটাক্ষ করে তাঁর দাবি, তাঁর সঙ্গে দেখা করার কোনও সদিচ্ছা ছিল না তৃণমূলের। রীতিমতো পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করলেন, বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ সত্যি নয়। বরং ৯ বছরে ১০০ দিনের কাজে মনমোহন সিং সরকার যেখানে মাত্র ১৪,৪০০ কোটি টাকা বাংলাকে দিয়েছে, সেখানে ৯ বছরে মোদি সরকার দিয়েছে ৫৪ হাজার কোটি। আবাস যোজনায় ৯ বছরে ৪ হাজার ৪১৪ কোটি টাকা দিয়েছিল মনমোহন সরকার। মোদি সরকার দিয়েছে ৩০ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান তুলে ধরেই তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেখা করার প্রস্তাব দেন মন্ত্রী। পালটা তাঁকে রাজভবনের সামনে এসে দেখা করার প্রস্তাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
2. ১০০ দিনের কাজের বকেয়া টাকা উদ্ধারে নয়া দাওয়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে বকেয়া চাওয়ার পরামর্শ দিলেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শে ধরনা মঞ্চ থেকেই সুকান্তর মোবাইল নম্বর বিলি করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবনের পাশে তৃণমূলের ধরনা গড়িয়েছে তৃতীয় দিনে। এদিন সেখান থেকেই সুকান্ত মজুমদারের একটি বক্তৃতার কল রেকর্ড শোনান অভিষেক। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন, ২ হাজার কোটি টাকা প্রস্তুত আছে। তিনি একটা ফোন করলেই ১০০ দিনের প্রকল্পের টাকা চলে আসবে। সেই সূত্র ধরেই অভিষেকের পরামর্শ, “রাজীব বন্দ্যোপাধ্যায় তো বিজেপিতে গেছিলেন। ওঁর কাছে সুকান্তের নম্বর রয়েছে। এই নম্বর সবাইকে জানান। ২০ লক্ষ মানুষকে বলব সুকান্তকে ফোন করতে।” ওই ফোন কল রেকর্ড করে সোশাল মিডিয়ায় ফাঁস করার নির্দেশও দিয়েছেন অভিষেক। এদিকে আবাস যোজনায় যারা ঘর-বাড়ি পাননি, তাদের কলকাতায় জমায়েত করে তৃণমূলের পালটা ধরনা কর্মসূচি ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধরনায় অংশ নেবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।