নাগাল্যান্ডে নিরীহ নাগরিকদের উপর গুলি নিরাপত্তারক্ষীদের। মঙ্গলবার সংসদ ভবনে সাংসদদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১। মহারাষ্ট্রে আক্রান্ত ৭। রাজস্থানে সংক্রমিত একই পরিবারের ৯ জন। সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ বিভিন্ন জেলায়।
হেডলাইন:
আরও শুনুন: 4 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর-অশান্তি নয় পুরভোটে, প্রার্থীদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আরও শুনুন: 3 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, জারি নয়া গাইডলাইন
বিস্তারিত খবর:
1. ফের উত্তপ্ত নাগাল্যান্ড। শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংগঠন এনএসসিএন-এর সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। ঘটনায় অন্তত ১৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন এক জওয়ানও। অসম রাইফেলস তাদের বিবৃতিতে জানিয়েছে, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে খবর পেয়েই ওই গ্রামে অভিযান চালানো হয়েছিল। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নেইফু রিও। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ওই জেলায় ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নাগাল্যান্ডের হোম কমিশনার অভিজিৎ সিনহা। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিট গঠন করে তদন্তের ব্যাপারে আশ্বাস দিয়েছেন তিনিও।
এই ঘটনায় শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার ন্যায়বিচার চাইলেন তিনি। এদিকে এই ঘটনায় বাহিনী ‘গভীর ভাবে অনুতপ্ত’, জানিয়ে বিবৃতি দিল অসম রাইফেলস।
2. দলীয় সাংসদদের পেপ-টক দিতে দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ৭ ডিসেম্বর, মঙ্গলবার রাজধানী উড়ে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেদিনই বেলা ১টা নাগাদ দলের সাংসদদের নিয়ে সংসদ ভবনে বৈঠকে বসার কথা অভিষেকের। সংসদীয় রণনীতি নিয়ে কথাবার্তা হতে পারে বলে খবর। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরের সেই বৈঠক নিয়ে তুঙ্গে জল্পনা।
প্রসঙ্গত, রাজ্যসভা থেকে দোলা সেন, শান্তা ছেত্রী-সহ বিরোধী দলগুলির মোট ১২ জন সাংসদকে সাসপেন্ড করার পর থেকেই লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় শামিল তৃণমূল সাংসদরা। সংসদে এবার কোমর বেঁধে নেমেছে তৃণমূল। বিরোধীদের একজোট করার ক্ষেত্রেও প্রথম সারিতে এ রাজ্যের শাসক দল। এমন পরিস্থিতিতে সংসদ ভবনে অভিষেকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সংসদে কংগ্রেসকে নিয়ে কী অবস্থান নেওয়া হবে, সে ব্যাপারেও দলীয় সাংসদদের অভিষেক পরামর্শ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।