অশান্তি নয় পুরভোটে। অভিযোগ পেলেই কড়া ব্যবস্থা। প্রার্থীদের নিয়ে বৈঠকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্নাটকের পরে এবার গুজরাট, মহারাষ্ট্রে। আরও ২ ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। বাংলায় আছড়ে পড়ছে না ঘূর্ণিঝড় জাওয়াদ। জানাল আবহাওয়া দপ্তর। কাঠমাণ্ডু আমন্ত্রণ পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম আন্দোলন প্রত্যাহারের ইঙ্গিত কৃষকদের। এক ইনিংসে দশ উইকেট কিউয়ি বোলার আজাজ প্যাটেলের।
হেডলাইন:
আরও শুনুন: 3 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ওমিক্রন নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, জারি নয়া গাইডলাইন
আরও শুনুন: 2 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ভারতে মিলল করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের হদিশ, আক্রান্ত ২
বিস্তারিত খবর:
1. পুরভোটের আগে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কলকাতা পুরভোটের প্রার্থীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেখানেই আসন্ন ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হয়। পুরভোটে এতটুকুও যেন হিংসা-অশান্তি না হয়, সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর কড়া বার্তা, অশান্তির একটিও অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেবে দল। প্রয়োজনে বহিষ্কারের পথেও হাঁটতে পারে তৃণমূল। পাশাপাশি, যাঁরা পুরভোটে শাসকদলের টিকিট পাননি, তাঁরাও দলের সৈনিক। পুরভোটে তাঁদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলেও বার্তা দিয়েছেন অভিষেক। এছাড়া দলের বিক্ষুব্ধ, যাঁরা টিকিট না পেয়ে নির্দলের হয়ে দাঁড়িয়েছেন, তাঁদেরও প্রচ্ছন্ন বার্তা, সকলে একসঙ্গে লড়াই করুন।
শনিবার প্রার্থী ছাড়াও দলের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এছাড়া উত্তর কলকাতায় দলীয় সভাপতি তাপস রায়ও ছিলেন বৈঠকে। অন্দরের খবর, ভোট কীভাবে হবে, তার পাঠ দিতে গিয়ে অভিষেক মূলত জোর দিয়েছেন শান্তি বজায় রাখার দিকে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফিরহাদ হাকিম, তাপস রায়। ফিরহাদ জানান, বিরোধীদের চক্রান্তে পা না দিয়ে, দলীয় লাইন মেনে প্রচারে ঝাঁপাবেন তৃণমূল প্রার্থীরা। বাড়ি বাড়ি ঘুরে প্রচারে জোর দেওয়া হচ্ছে। এছাড়া এলাকার বিশিষ্টজনদেরও প্রচারে শামিল করতে হবে। যাঁরা এবারই প্রথম পুরভোটের লড়াইয়ে নেমেছেন, তাঁদের জন্য বিশেষ পাঠ দিয়েছেন অভিষেক-সহ দলের শীর্ষ নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরামর্শ দেওয়া হয়েছে নবীন প্রার্থীদের।
2. কর্নাটকের পরে এ বার গুজরাট ও মহারাষ্ট্র। দুই রাজ্যে মিলল ২ ওমিক্রন আক্রান্তের খোঁজ। বিশ্বের ৩৮টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেন ‘ওমিক্রন’। ভারতে এখনও পর্যন্ত চারজন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। দেশের তৃতীয় ওমিক্রন আক্রান্ত গুজরাটের জামনগরের বাসিন্দা। ওই ব্যক্তি সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছেন বলে জানিয়েছে সে-রাজ্যের স্বাস্থ্যদপ্তর। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই ফেরা আরেক ব্যক্তির শরীরেও মিলেছে ওমিক্রন স্ট্রেন।
বৃহস্পতিবার প্রথমবার ভারতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ‘ওমিক্রনে’র অস্তিত্ব মেলে। কর্ণাটকের ২ ব্যক্তির শরীরে করোনার নমুনা পরীক্ষার ফলাফল জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, তাঁদের দেহে থাবা বসিয়েছে ওমিক্রন। এঁদের একজনের বয়স ৬৬ বছর, অপরজন ৪৬ বছরের ব্যক্তি। এরপর চাঞ্চল্যকর তথ্যও সামনে আসে। জানা যায়, বেঙ্গালুরুর ওমিক্রন আক্রান্ত ৬৬ বছরের ব্যক্তি কর্ণাটকে নেই। গত ২৭ নভেম্বর বিমানে চেপে তিনি দুবাই চলে গিয়েছেন।
কর্নাটকে ‘ওমিক্রন’ আক্রান্তের খোঁজ মেলার পর থেকেই নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে দেশ জুড়ে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রাজ্যে রাজ্যে জারি করা হয়েছে সতর্কবার্তা। সংক্রমণের ঝুঁকি আছে এমন দেশ থেকে আসা বিমানযাত্রীদের সাতদিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এখনও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এরই মধ্যে আরও ২ জন আক্রান্তের খোঁজ মেলায় উদ্বেগ আরও বেড়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।