নিজেদের বেতন দিয়েই মেটাবেন বকেয়া টাকা। ২ মাসের মধ্যে পাওনা মিলবে ধরনা দেওয়া ২৫০০ বঞ্চিতের, যন্তরমন্তরের সভা থেকে বড় ঘোষণা অভিষেকের। রাজ্যের এক কোটি জব কার্ডই ভুয়ো, দিল্লি থেকেই পালটা কটাক্ষ বিরোধী দলনেতার। চিনা অনুদান নেওয়ার অভিযোগ, UAPA-তে সংবাদ সংস্থার বিরুদ্ধে দায়ের মামলা। চলতি বছরের পদার্থবিদ্যায় নোবেলের নাম ঘোষণা কমিটির। একযোগে সম্মান পেলেন ৩ বিজ্ঞানী। এশিয়াডে পদকের দৌড় অব্যাহত ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 02 অক্টোবর 2023: বিশেষ বিশেষ খবর- ‘বাংলার বকেয়া নিয়েই ফিরব’, দিল্লিতে দাঁড়িয়ে হুংকার অভিষেকের
বিস্তারিত খবর:
1. কেন্দ্র বকেয়া না মেটালে সে দায়িত্ব নেবে তৃণমূলই। দু’মাসের মধ্যে ১০০ দিনের বকেয়া টাকা পাবেন তৃণমূলের ‘মিশন দিল্লি’তে অংশ নেওয়া বঞ্চিতরা। যন্তরমন্তরের সভা থেকে বড় ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, দরকার পড়লে তৃণমূলের যে ৭০ হাজার জনপ্রতিনিধি রয়েছেন, তারা নিজেদের এক মাসের বেতন দিয়ে দেবেন, আর তা দিয়েই মেটানো হবে বকেয়া।
একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে দিল্লি অভিযানের কথা ঘোষণা করেছিলেন অভিষেক। কেন্দ্রের বহুবিধ অসহযোগিতা উপেক্ষা করেও বাংলা থেকে কয়েক হাজার মানুষ দিল্লিতে গিয়েছেন। তাদের মধ্যে আড়াই হাজার জনের তালিকা তৈরি করেছেন অভিষেক, যাঁরা মিশন দিল্লিতে তৃণমূলের সফরসঙ্গী হয়েছেন। এদিন সকলকে নিয়েই যন্তরমন্তরে ধরনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব। সেখান থেকেই বঞ্চিতদের টাকা মেটানোর আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আগামী ২ মাসের মধ্যে ১ লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষি ভবনের সামনের রাস্তা ঘিরে রেখেছিল পুলিশ, মোতায়েন ছিল জলকামানও। তার মধ্যে দিয়েই প্রায় দেড় কিলোমিটার হেঁটে ৫০ লক্ষ বঞ্চিতের চিঠি নিয়ে কৃষি ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতিনিধিরা। মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সমাধান না মিললে বি আর আম্বেদকর ভবনে দাঁড়িয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানিয়েছেন অভিষেক। যদিও ১ ঘণ্টা ৪০ মিনিট অপেক্ষা করার পরও তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দূত মারফত জানানো হয়েছে, ৫ জনের বেশি দেখা করা যাবে না। কিন্তু আলোচনা না করে কৃষি ভবন ছাড়তে নারাজ তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত, জারি রয়েছে আন্দোলন।
2. ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে দিল্লিতে জোর আন্দোলন তৃণমূলের। কিন্তু এর মাঝেই রাজধানীতে বসে বাংলার ১০০ দিনের কাজ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, “১০০ দিনের কাজে বাংলায় যে দুর্নীতি হয়েছে, তা স্বাধীন ভারতের সবচেয়ে বড় দুর্নীতি।”
তৃণমূলের কর্মসূচির পালটা হিসাবে মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুকে দিয়ে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করিয়েছে বিজেপি। আর সেখান থেকেই রাজ্যের বিরোধী দলনেতার দাবি, “যে ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ‘তামাশা’ করছে তৃণমূল, সেই ১০০ দিনের কাজের প্রায় ১ কোটি জবকার্ডই ভুয়ো। দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড।” তিনি আরও বলেন, “আধার ও জব কার্ড সংযুক্তকরণের আগে এবং পরের হিসাব দেখলে দেখা যাবে সেই সময় ১ কোটি ৩২ লক্ষের বেশি কার্ড ডিলিট করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি কার্ড ডিলিট করার কারণ ‘অজানা’ হিসাবে দেখানো হয়েছে।” আর এই সব জব কার্ডকেই ভুয়ো বলে দাবি রাজ্যের বিরোধী দলনেতার। এই ইস্যুতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করে সিবিআই তদন্তের দাবি জানাবেন বলেও হুঁশিয়ারি শুভেন্দুর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।