ঝাড়গ্রামে আদিবাসী দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সংশয়ের আশঙ্কা। কেন্দ্রের ছাড়পত্র পাওয়ার পথে আরও এক করোনা ভ্যাকসিন। ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আরজি জানাবেন নীরব মোদি। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 8 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- ত্রিপুরায় ধুন্ধুমার, যুবনেতাদের গ্রেপ্তারির প্রতিবাদে অভিষেক
আরও শুনুন: 7 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- অলিম্পিকে ইতিহাস ভারতের, জ্যাভলিনে সোনা নীরজ চোপড়ার
বিস্তারিত খবর:
1. সোমবার ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের শুভ সূচনায় গিয়ে এদিন আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজালেন ধামসাও। এদিন তাঁর গায়ে ছিল ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকও।
সোমবার, নয় আগস্ট পালিত হল, ‘বিশ্ব আদিবাসী দিবস’। জঙ্গলমহলের সেই অনুষ্ঠানের শুভ সূচনায় মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম স্টেডিয়ামে হল সেই অনুষ্ঠান। হাজির ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদাও। সবমিলিয়ে এদিনের অনুষ্ঠানে জঙ্গলমহলবাসীর সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। এদিন একাধিক ব্যক্তির হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী।
লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলের জেলাগুলিতে জাঁকিয়ে বসেছিল বিজেপি। কিন্তু বিধানসভা ভোটে সেই ছবি বদলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আশাহত করেননি জঙ্গলমহলের বাসিন্দারা। ভোট মেটার পর এই প্রথম জঙ্গলমহলে এলেন মুখ্যমন্ত্রী। আর প্রথম দিনই সেখানকার মানুষের মন জয় করে নিলেন তিনি।
2. ত্রিপুরা জয়ের লক্ষ্যে সেখানের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বারবার ঘনিয়ে উঠছে অশান্তির বাতাবরণ। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর প্রাণ সংশয়ের আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে তাঁর সেনাপতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ত্রিপুরা সফরে একাধিকবার তৈরি হয়েছে অশান্তির বাতাবরণ। বিশেষত গত শনিবার এবং রবিবার যেভাবে ত্রিপুরার বিভিন্ন জায়গায় তৃণমূলের উপর আক্রমণ ধেয়ে এসেছে, তাতে অভিষেককে নিয়ে চরম উদ্বেগে রয়েছেন দলের সুপ্রিমো। তাঁর কথায়, “সেদিন বুলেটপ্রুফ গাড়ি না থাকলে অভিষেকেরও মাথা ফাটত। ত্রিপুরায় ওর নিরাপত্তা নেই, প্রাণসংশয় আছে।”
রবিবার রাতে ত্রিপুরা থেকে আহত তিন যুব নেতাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরেছেন অভিষেক। রাতেই তাঁদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার এসএসকেএম হাসপাতালে আহত যুবনেতা সুদীপ রাহা, জয়া দত্তদের দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দেখে হাসপাতাল চত্বরে দাঁড়িয়েই ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “এই হামলা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ঘটেছে। পরিকল্পনামাফিক পুলিশের সামনে এই হামলা চলে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা না নিয়ে পরোক্ষে উসকানি দিয়েছে।” এরপরই তিনি অভিষেককে নিয়ে উদ্বেগপ্রকাশ করে বলেন, “অভিষেকেরও সেদিন মাথা ফাটত। যেভাবে ওর গাড়িতে হামলা হয়েছে, বুলেটপ্রুফ গাড়ি না হলে বড় আঘাত পেত ও। আমি জানি, অভিষেক যে বিমানে উঠবে, সেই বিমানে ওর আশেপাশের পাঁচটা আসন বুক করে গুন্ডাদের তুলে দেওয়া হবে। ওকে হত্যার পরিকল্পনা হচ্ছে। ওর প্রাণসংশয় আছে।”
প্রসঙ্গত, গত সপ্তাহে ত্রিপুরায় পা রেখেই বাধাবিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দর থেকে তাঁর গন্তব্য পর্যন্ত রাস্তায় রাস্তায় কালো পতাকা, গো ব্যাক স্লোগান, পথ অবরোধ – দফায় দফায় অশান্তি ছড়ায়। তাঁর কনভয়ের গাড়িতেও চলে হামলা। ঠিক সাতদিনের মাথাতেই ফের অভিষেক ত্রিপুরায় পা রাখেন দলের আক্রান্ত যুবনেতাদের পাশে দাঁড়াতে, তাঁদের ন্যায়বিচার পাইয়ে দিতে। তবে তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত দলের সুপ্রিমো।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।