ভারতীয় নোটে কার ছবি থাকবে? এ প্রশ্নের উত্তরে কখনও লক্ষ্মী-গণেশ তো কখনও নেতাজি, শিবাজির নাম উঠে এসেছে। এবার সেই তালিকায় যুক্ত হল নরেন্দ্র মোদির নামও। বিজেপি নেতার পরামর্শে নেতাজি, শিবাজির সঙ্গে এক সারিতে উঠে এলেন মোদিজিও।
ভারতীয় নোটে কার ছবি থাকা উচিত? মাঝেমধ্যেই এ বিতর্ক উসকে ওঠে। গান্ধিজির বদলে নেতাজির ছবি থাকুক, এমন দাবি অনেকেই তোলেন। তবে সম্প্রতি তাতে নতুন করে ইন্ধন দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি অর্থনীতির হাল ফেরাতে টাকায় থাকুক লক্ষ্মী-গণেশের ছবি। আর তারপরই আগুনে ঘি পড়েছে। কেউ বলছেন নোটে থাকুক শিবাজির ছবি। তো কারও প্রশ্ন, আম্বেদকর নন কেন? শেষমেশ লক্ষ্মী-গণেশ, শিবাজি, নেতাজি পেরিয়ে এবার আসরে প্রবেশ মোদিজির। সৌজন্যে বিজেপি নেতা রাম কদম। তাঁর পরামর্শ, ভারতীয় নোটে, বিশেষত ৫০০ টাকার নোটে মোদিজির ছবিই থাকুক।
আরও শুনুন: ভারতবর্ষে মুসলমানও প্রশাসনের শীর্ষে যেতে পারে, পাকিস্তানকে জবাব IAS শাহ ফয়জলের
সম্প্রতি টুইট করে তিনি জানিয়েছেন ভারতীয় নোটে কার কার ছবি থাকতে পারে। সে তালিকায় শিবাজি যেমন আছেন, আছেন সাভারকারও। আর আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতার বক্তব্য, বিশ্বে ভারতের গৌরব ও মর্যাদা বাড়াতে প্রধানমন্ত্রীর যে ত্যাগ তা উপেক্ষা করা যায় কীভাবে? তাঁর আরও দাবি, শুধু ভারত নয়, সারা বিশ্বই একদিন দেশের জন্য মোদিজির অবদানের কথা স্মরণে রাখবে। আর তাই তাঁর পরামর্শ, নোটে যদি গান্ধীজির ছবির বদলে অন্য কারও ছবি আনতেই হয়, তাহলে মোদিজির ছবিও থাকুক।
আরও শুনুন: ভোটের স্বার্থে চূড়ান্ত বিভাজন চালাচ্ছে দল, বিজেপি ছেড়ে বিস্ফোরক অভিযোগ নেতার
এদিকে কংগ্রেস নেতা মনীশ তিওয়ারির প্রশ্ন, নোটে যদি নতুন কারও ছবি আনতেই হয়, তাহলে বাবাসাহেব আম্বেদকরের ছবি নয় কেন? এর আগে পাঞ্জাব কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দেগেছিল। প্রতিযোগিতামূলক হিন্দুত্বে ইন্ধন দিচ্ছেন কেজরি, এমনটাই অভিযোগ ছিল দলের। সেই প্রেক্ষিতেই কংগ্রেস নেতার দাবি, নোটের একদিকে গান্ধীজি অন্যদিকে আম্বদেকরের ছবি থাকুক। অহিংসা আর সংবিধানের ভিত্তিই দেশকে সঠিক ভাবে চিনিয়ে দেবে।
নোটে ছবি আদৌ বদলাবে কিনা সে তো অনেক পরের কথা। তবে কেজরির খোঁচায় নেতাদের মধ্যে পরামর্শের যে জোয়ার এসেছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।