দেশের বিরুদ্ধে কোনও বিরূপ মন্তব্য সহ্য করেন না। তাই সাম্প্রতিক ‘ইন্ডিয়া’ নাম বদল ইস্যুতেও মুখ খুলেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তাঁর সাফ দাবি, যে সংবিধানের প্রসঙ্গ টেনে এত কিছু বলছেন বিরোধীরা, তারা নিজেরা আগে সংবিধান পড়ে দেখুন। এ প্রসঙ্গে আর কী বললেন বিদেশমন্ত্রী? আসুন শুনে নিই।
নাম বদলাচ্ছে দেশের। সাম্প্রতিক জল্পনায় উত্তাল জাতীয় রাজনীতি। যদিও এ বিষয়ে কেন্দ্রের তরফে কিছুই ঘোষণা হয়নি। তবু রাষ্ট্রপতি ভবনের পাঠানো চিঠিতে ‘ইন্ডিয়া’-র পরিবর্তে ‘ভারত’ দেখে শুরু হয়েছে নতুন বিতর্ক। তবে শোনা গিয়েছে, এ বিষয়ে সংসদে নতুন বিল আনতে পারে কেন্দ্র। আর সেই সূত্র ধরে দেশের নাম পরিবর্তনের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির তরফে পালটা জবাব এসেছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন খোদ বিদেশমন্ত্রী।
আরও শুনুন: ৯ বছরে কদিন ছুটি নিয়েছেন মোদি? জবাব দিল প্রধানমন্ত্রীর দপ্তর
শুধু দেশ নয়, বিজেপি সরকারের বিরুদ্ধেও কোনও বিরূপ মন্তব্য সহ্য করেন না জয়শঙ্কর। বরাবরই দেখা গিয়েছে, বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রী। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসাতেও সর্বদা পঞ্চমুখ থাকেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। দেশের নাম বদল নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তোলা মোটেও পছন্দ হয়নি জয়শঙ্করের। তাঁর সাফ ইঙ্গিত, বিরোধীরা ঠিকমতো সংবিধান না পড়েই অভিযোগ আনছেন। তাই সবার আগে দেশের সংবিধান পড়ে দেখার কথা বলেছেন তিনি। তাঁর দাবি, সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। অর্থাৎ ইন্ডিয়াই ভারত। এ প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যখন ‘ভারত’ শব্দটা উচ্চারণ করা হয়, তখন যে অর্থ প্রতিফলিত হয় তা সংবিধানকেই নির্দেশ করে। এর মধ্যে কোনও আলাদাভাবে বিতর্কের কিছু খুঁজে পাচ্ছেন না বিদেশমন্ত্রী, তাঁর বক্তব্য থেকে অন্তত এটাই স্পষ্ট। সেইসঙ্গে আরও একবার প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেন তিনি। বরাবরের মতো এবারেও জয়শঙ্করের সাফ দাবি, মোদির নেতৃত্বেই কূটনৈতিক ক্ষেত্রে বিশেষভাবে পরিচয় গড়েছে ভারত। তিনি আরও বলেন, এটা নতুন পৃথিবী, নতুন ভারত আর সেখানে এখন নতুন সরকার। তাই দেশবাসী এমন অনেক কিছুই এখন দেখবেন যা তারা আগে দেখেননি। তাঁর এই মন্তব্যের নেপথ্যে অবশ্য বিভিন্ন ইঙ্গিত খুঁজে পেয়েছে ওয়াকিবহাল মহল। বিরোধীদের এই আচরণে তিনি যে যথেষ্টই ক্ষুব্ধ সে কথাও স্পষ্ট বুঝিয়ে দেন বিদেশমন্ত্রী।
তবে এদিনের আলোচনায় মূলত আসন্ন জি-২০ সম্মেলন নিয়েই কথা বলেছেন জয়শঙ্কর। তাঁর কথায়, এই সম্মেলনে এমন কিছু হতে চলেছে যা গোটা বিশ্বে এর আগে কেউ দেখেনি। ঠিক কী কী হতে চলেছে সম্মেলনে তা নিয়ে ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এনেছে কেন্দ্র সরকার। সেইসব আরও একবার মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী।