রামলালার মূর্তি গড়েছেন অরুণ যোগীরাজ। প্রতিষ্ঠার পর মূর্তি তৈরির নানা অভিজ্ঞতা ভাগ করেছেন তিনি। এবার সামনে আনলেন রামলালার মূর্তি নির্মাণের সামগ্রী। কী দিয়ে রামলালার মায়াবী চোখ গড়েছিলেন অরুণ? আসুন শুনে নেওয়া যাক।
রামলালাকে দেখতে হবে পাঁচ বছরের বালকের মতো। এমনটা আগেই ঘোষণা করেছিল অযোধ্যার মন্দির কর্তৃপক্ষ। গর্ভগৃহে প্রতিষ্ঠিত মূর্তিটি যে সত্যিই তেমন হয়েছে, তা নিয়ে বিশেষ সংশয় প্রকাশ করেননি অনেকেই। এবার মূর্তির এমন মায়াবী রূপ কী দিয়ে গড়া হয়েছে সেই তথ্য সামনে আনলেন ভাস্কর অরুণ যোগীরাজ।
আরও শুনুন: স্বয়ং হনুমান আসতেন রামলালার মূর্তি গড়া দেখতে, দাবি অরুণ যোগীরাজের
লোকসভা ভোটের আগেই অযোধ্যার মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি। প্রতিষ্ঠার পর থেকেই রামলালার দর্শন সারতে মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। উপচে পড়ছে মন্দিরের দানবাক্সও। এই আবহে একে একে সামনে আসছে মন্দির তৈরি নানা খুঁটিনাটি। একইসঙ্গে রামলালার মূর্তি নির্মাণের অভিজ্ঞতাও সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শিল্পী অরুণ যোগীরাজ। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, রামলালার মূর্তি তৈরি দেখতে আসত এক হনুমান। সেই ঘটনার সঙ্গে রামভক্ত হনুমানের প্রসঙ্গ টেনে জোর চর্চা চলেছিল নেটপাড়ায়। এবার মূর্তি তৈরি জন্য কী কী সামগ্রী ব্যবহার করা হয়েছে, সেসবের ছবি সামনে আনলেন অরুণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি ভাগ করে নিয়েছেন একটি রূপোর হাতুড়ি এবং সোনার বাটালি বা ছেনির ছবি। জানা গিয়েছে, রামলালার মূর্তি গড়তে ওই সামগ্রীই ব্যবহার করেছেন তিনি। আসলে রামলালার মূর্তিটি তৈরি হয়েছে নেপাল থেকে আনা বিশেষ শালগ্রাম শিলা খোদাই করে। কিন্তু সাধারণ সামগ্রী দিয়ে তো আর সেই খোদাই-এর কাজ চালানো যায় না। তাই এর জন্য রুপোর হাতুড়ি ও সোনার ছেনি ব্যবহার করেন অরুণ।
আরও শুনুন: রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে তাঁর হাতে গড়া রামলালার, কে এই অরুণ যোগীরাজ?
অনেকেই বলে থাকেন মানুষের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে চোখে। মূর্তির ক্ষেত্রেও এ কথা ভীষণভাবে প্রযোজ্য। তাই রামলালার চোখ খোদাই করার সময় বিশেষ যত্ন নিয়েছিলেন অরুণ। এদিন সোনার ছেনি আর রুপোর হাতুড়ির ছবি দিয়েও রামলালার চোখের কথাই বিশেষভাবে উল্লেখ করেছেন অরুণ। বলাই বাহুল্য, মূর্তি প্রতিষ্ঠার পর থেকেই রামলালার চোখ নিয়ে আলাদা করে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। অনেকেই দাবি করেন, এতটাই সুন্দর ভাবে এই কাজ করা হয়েছে, যে মূর্তিটিকে জীবন্ত মনে হচ্ছে। আর সেই কাজ কী দিয়ে করা হয়েছে, এবার সেই তথ্য সকলের সঙ্গে ভাগ করে নিলেন খোদ মূর্তির নির্মাণকারী অরুণ যোগীরাজ।