বক্সঅফিসে ‘পাঠান’-এর অভাবনীয় সাফল্য নিয়ে টুইট করেছিলেন এক নেটিজেন। ভারতীয় দর্শকদের উদার হওয়ার প্রসঙ্গ টেনে শাহরুখের গুণগান করেছিলেন তিনি। তাঁর সেই টুইটটিকে শেয়ার করে অভিনেত্রী কঙ্গনা রানাউত মন্তব্য করেন, মুসলিম অভিনেতাদের দিকেই নাকি ইন্ডাস্ট্রির পাল্লা ভারী। কঙ্গনার এই টুইট প্রসঙ্গে এবার পালটা তোপ দাগলেন অভিনেতা অনুপম খের। কী বললেন তিনি? আসুন, শুনে নিই।
মুসলিম তারকাদের প্রতি রীতিমতো পক্ষপাত রয়েছে এ দেশের দর্শকদের। ‘পাঠান’ মুক্তির পর এ কথা বলেই ভারতকে ধর্মনিরপেক্ষ দেশের তকমা দিয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার সেই কথার পালটা দিলেন বলি অভিনেতা অনুপম খের। অভিনেতার ধর্ম বিচার করে সিনেমা দেখতে যান না দর্শকেরা, সাফ মত তাঁর। ভারতের ধর্মনিরপেক্ষতার কথা জানিয়েও অভিনেত্রীর এহেন মন্তব্যকে কার্যত নাকচ করলেন বর্ষীয়ান অভিনেতা।
আরও শুনুন: থর আসলে হনুমান, কর্ণ আয়রন ম্যান! অ্যাভেঞ্জার্স বেদ-মহাভারত থেকেই অনুপ্রাণিত, দাবি কঙ্গনার
বিতর্কিত মন্তব্যের জেরে এর আগেও একাধিকবার খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে দীর্ঘদিন টুইটারে নিষিদ্ধও ছিলেন তিনি। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন কঙ্গনা। তবে তাঁর সেই বিতর্কিত মন্তব্য করার অভ্যাস যায়নি। অ্যাকাউন্ট ফিরে পেয়েই তিনি সরব হয়েছিলেন শাহরুখ অভিনীত ‘পাঠান’ নিয়ে। সরাসরি টুইট করে বলেছিলেন, ‘পাঠান’ নিয়ে দর্শকেরা যতই স্লোগান তুলুন না কেন, আসলে তা একটা সিনেমা মাত্র। কিন্তু সবশেষে একটাই স্লোগান চিরস্থায়ী হবে, আর তা হল জয় শ্রীরাম। তাঁর সেই মন্তব্যকে ঘিরে যথেষ্ট শোরগোল শুরু হয়েছিল নেটদুনিয়ায়। সেই রেশ কাটতে না কাটতেই আরও একবার বলিউডের ‘তিন খান’-কে নিশানা করে বিতর্কিত একটি টুইট করেন কঙ্গনা। যেখানে অভিনেত্রীর দাবি ছিল, মুসলিম শিল্পীদের দিকেই নাকি বলিউড ইন্ডাস্ট্রির পাল্লা ভারী। ভারত যথেষ্ট ধর্মনিরপেক্ষ দেশ, তাই এখানে এই ধরনের সিনেমা যথেষ্ট ব্যবসা করতে পারে। কঙ্গনার এহেন মন্তব্যেরই পালটা দিয়েছেন অভিনেতা অনুপম খের। সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে এসে কঙ্গনার টুইট নিয়ে মুখ খোলেন তিনি। তাঁর মতে, দর্শক সিনেমা দেখেন বিনোদনের জন্য। ধর্ম বিচার করে দর্শক কখনই হলমুখী হয় না। কঙ্গনার মুসলিম তোষণ প্রসঙ্গকে নিশানা করে অনুপম বলেছেন, কে মসজিদে যাবেন আর কে মন্দিরে যাবেন, সেই সিদ্ধান্ত মানুষ কোনও সিনেমা দেখার পর নেন না। যার যেমন ধর্মীয় বিশ্বাস তিনি তেমনটাই প্রদর্শন করেন। অবশ্য কঙ্গনার মতো তিনিও মনে করেন যে এ দেশ সহনশীল। তাই কারও উপর কোনও কিছু চাপিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেন বর্ষীয়ান অভিনেতা। যদিও বলিউড ইন্ডাস্ট্রিকে কঙ্গনা যেভাবে পরোক্ষে মুসলিমকেন্দ্রিক বলে দাগিয়ে দিতে চেয়েছেন, সে কথাকে কার্যত নাকচ করে দিয়েছেন অনুপম খের।
Very good analysis… this country has only and only loved all Khans and at times only and only Khans…And obsessed over Muslim actresses, so it’s very unfair to accuse India of hate and fascism … there is no country like Bharat 🇮🇳 in the whole world 🥰🙏 https://t.co/wGcSPMCpq4
— Kangana Ranaut (@KanganaTeam) January 28, 2023