রোজই যৌনতায় মেতে ওঠার অভ্যেস? গড় অভ্যাস ধরলে বলা যায়, সঙ্গমের এই উন্মাদনা অনেকেরই মধ্যেই রয়েছে। কিন্তু আদৌ কি এই অভ্যেস শরীরের জন্য ভালো? কী বলছেন বিশেষজ্ঞরা? আসুন, শুনে নেওয়া যাক।
নিয়মিত যৌনতার অভ্যাস অনেকেরই আছে। অনেক ক্ষেত্রে একাধিক সঙ্গীকে নিয়ে যৌনতার উদ্দাম আনন্দে মেতে ওঠেন কেউ কেউ। দেহ ব্যবসায়ীদের কথা যদি বাদ রাখি, সাধারণ মানুষের পক্ষে এই অভ্যাস কিন্তু রীতিমতো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বিশেষত কেউ যদি কোনওরূপ সতর্কতা ছাড়া যৌনতায় মেতে ওঠেন তাহলে তা অবশ্যই মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
আরও শুনুন: যৌনতায় এগিয়ে কোন উচ্চতার পুরুষরা, জানাল সমীক্ষা
যৌনতা নিয়ে যতই ছুঁতমার্গ থাকুক, এ জিনিস পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তফাৎ শুধু চাহিদায়। যৌনতার প্রতি কারও আকর্ষণ এতটাই বেশি হয়, যে প্রতিদিন সঙ্গম না হলে বেজায় অস্বস্তিতে পড়েন তাঁরা। এমনকি অনেকেই, কেবল একজন সঙ্গী নয়, একাধিক সঙ্গীকে নিয়ে যৌনতায় মেতে ওঠেন। গবেষকদের দাবি, এই অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়। যৌনসঙ্গী যদি একাধিক হয়, তাহলে যৌনরোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও অনেকটাই বেশি হয়। শুধু তাই নয়, নির্দিষ্ট একজনের সঙ্গেও যদি ঠিকমতো সর্তক না হয়ে যৌনতা করা হয়, তাহলেও ঘটতে পারে বিপদ।
তাহলে বিবাহিত দম্পতি বা কোনও যুগলের ঠিক কতদিন অন্তর সঙ্গম করা উচিৎ?
আরও শুনুন: সঙ্গমেই লুকিয়ে শক্তির উৎস! ৫০০ মহিলার সঙ্গে মিলনের পর দাবি তারকা বক্সারের
গবেষকদের দাবি, সপ্তাহে দু-বার যৌনমিলনে কোনও ক্ষতি নেই। বরং এর জেরে শরীর ও মন দুই-ই ভালো থাকে। তার থেকে বেশিবার যৌনসংগমে লিপ্ত হলে নানা সমস্যা দেখা দিতে পারে। সেইসঙ্গে যৌনতার সময় অবশ্যই কিছু স্বাস্থ্যগত সুরক্ষার কথা মাথায় রাখা উচিৎ। শ্বাসজনিত সমস্যা বা হার্টের কোনও রোগ থাকলে যৌনমিলন সম্পর্কে বিশেষ সচেতন হওয়া উচিৎ। অনেক সময় মিলনের ফলে হওয়া উত্তেজনা সহ্য করার ক্ষমতা তাঁদের থাকে না। সেক্ষেত্রে মারাত্মক বিপদ হতে পারে। প্রতিদিন যৌনতায় লিপ্ত হলে যৌনাঙ্গের পেশিগুলি পর্যাপ্ত বিশ্রাম পায় না। তাই এর থেকেও নানা সমস্যা হতে পারে। বিশেষত পুরুষদের ক্ষেত্রে এই সমস্যা ভবিষ্যতে আরও বড় আকার নিতে পারে। একইসঙ্গে নিয়মিত যৌনতার ফলে শরীর যথেষ্ট ক্লান্ত হয়ে থাকে। সেক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বা খাওয়া না হলে সারাদিন অন্য কোনও কাজে মন বসবে না। তাই বিজ্ঞানীরা বরাবরই নিয়মিত যৌনতার থেকে বিরত থাকতে বলেন।