যৌনতার বিশ্বস্ত সঙ্গী হতে পারে যোগা। এমনটা দাবি করেছেন অনেকেই। নিয়মিত যোগা অভ্যাস করলে নজরকাড়া বদল ঘটে সঙ্গীর প্রতি যৌন আচরণে, এমনটাই বলেছেন তাঁরা। কিন্তু এই বর্ধিত শারীরিক সক্ষমতাই কি বিপদ ডেকে আনতে পারে সম্পর্কের মধ্যে? কী বলছেন বিশেষজ্ঞরা? আসুন, শুনে নেওয়া যাক।
৪৫ বছর বয়সও যে শিল্পা শেট্টির টানটান ত্বকে একটুও থাবা বসাতে পারেনি, তার কৃতিত্ব যোগাকেই দেন এই ফিটনেস ফ্রিক তারকা। নেট দুনিয়ায় উঁকি দিলেই মিলবে শিল্পার যোগা অভ্যাস করার রাশি রাশি ছবি আর ভিডিও। এমনকি নেশা আর পেশাকে মিলিয়ে দিয়ে একটি বাণিজ্যিক অ্যাপ পর্যন্ত বানিয়ে ফেলেছেন বলিউডের এই নায়িকা। শুধু শিল্পা শেট্টি কেন, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অব্দি যোগার গুণগানে পঞ্চমুখ। সদগুরু থেকে বাবা রামদেব- যোগার মহিমা প্রচারের ক্ষেত্রে পিছিয়ে নেই কেউই। কিন্তু শরীরের এই বন্ধুটিই যে কখনও কখনও বিশ্বাসঘাতকতা করতে পারে মনের সঙ্গে, জানেন কি সে কথা?
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
সম্প্রতি তেমনই দাবি করল গবেষকদের একটি সমীক্ষা। যোগা যেমন শরীর গড়ার কারিগর হতে পারে, তেমনই ঘর ভাঙতে সে যে সমান পটু, এমনই দাবি করা হয়েছে ওই সমীক্ষার রিপোর্টে। ঠিক কী বলছেন গবেষকরা? তাহলে খুলেই বলা যাক সে কথা।
যেসব মহিলা নিয়মিত যোগা অভ্যাস করেন, তাঁরাই নাকি দেশের সিংহভাগ ‘লাভ র্যাট’, এমনটাই দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। অর্থাৎ সঙ্গীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকেন ওই মহিলারা। অন্য কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, যার জেরে পুরনো সঙ্গীকে মানসিকভাবে তো বটেই, কখনও শারীরিকভাবেও ঠকান তাঁরা। কারণ এই দ্বিতীয় সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রেই যৌনতা পর্যন্ত গড়িয়ে যায়। সমীক্ষা করে দেখা গিয়েছে, যেসব মহিলা তাঁদের সঙ্গীকে ঠকিয়েছেন, তাঁদের মধ্যে অন্তত ৫২ শতাংশ নিয়মিত যোগা প্র্যাকটিস করেন। এদিকে তাঁদের মধ্যে ৭৮ শতাংশ মহিলাই জানিয়েছেন, নিয়মিত যোগা করার অভ্যাসের দরুন তাঁদের যৌনজীবন অনেক বেশি উন্নত হয়েছে। যোগার সূত্রে শেখা বিভিন্ন আসন যে যৌন মিলনের একঘেয়েমি দূর করতে পারে, বিশেষজ্ঞরাই বলে থাকেন এ কথা। এমনকি এক পপস্টার এমনটাও দাবি করেছিলেন যে যোগা করার দরুনই একটানা সাত ঘণ্টার যৌনতায় মেতেছিলেন তিনি ও তাঁর সঙ্গী।
আরও শুনুন: অন্তর্বাসের নেই লিঙ্গভেদ! প্যান্টি পরে এবার প্রথা ভাঙলেন পুরুষ মডেল
তাহলে কি এই বর্ধিত শারীরিক সক্ষমতাই বিপদ ডেকে আনছে সম্পর্কের মধ্যে? সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি সমীক্ষায়।