প্রচণ্ড গরমে নাজেহাল। এদিকে বাড়িতে এসি নেই। ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সেই অবস্থা থেকে মুক্তির উপায় বাতলে দিলেন এক মহিলা। সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে এসি ছাড়াই গরমে ঠাণ্ডা থাকার উপায় জানিয়েছেন তিনি। কীভাবে? আসুন শুনে নিই।
বাইরে চড়া রোদ। ঘরের ভিতরেও নাজেহাল অবস্থা। এসি ছাড়া এক মুহূর্তও থাকার কথা ভাবতেই চাইছেন না অনেকে। কিন্তু যাঁদের সে সুযোগ নেই? তাঁরা কী করবেন এই গরমে? চিন্তা নেই। সেই উপায়ও বাতলে দিয়েছেন এক মহিলা। কীভাবে এসি ছাড়াও গরমের হাত থেকে বাঁচা সম্ভব, তা একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন তিনি।
আরও শুনুন: জাতীয় পুরস্কার পেয়েও কাটেনি দুর্দশা! পেটের দায়ে অটো চালাতে হয় কাশ্মীরি শিল্পীকে
আর সেই ভিডিও বর্তমানে তুমুল সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে তাঁকে মূলত একটা পরীক্ষা করতে দেখা গিয়েছে। যার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন কোনও কৃত্রিম যন্ত্র ছাড়াই গরমের হাত থেকে বাঁচা সম্ভব। বলা বাহুল্য, বর্তমানে এই অতিরিক্ত দাবদাহের নেপথ্যেও কিন্তু ওই কৃত্রিম শীতযন্ত্র অনেকাংশে দায়ী। বিজ্ঞানীদের দাবি যে হারে ফ্রিজ বা এসির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা বিশ্ব উষ্ণায়নের পথ আরও মসৃণ করছে। মূলত এই যন্ত্রগুলি থেকে যে গ্যাস নির্গত হয় তা পরিবেশ অতিরিক্ত গরম রাখার জন্য দায়ী। তবু উপায় কোথায়! আশেপাশে সবাই যখন নিজের বাড়িতে এসি লাগিয়ে ফেলছেন তখন অনিচ্ছা সত্ত্বেও অনেককে সেই পথে হাঁটতে হচ্ছে। তবে এই মহিলার দেখানো পথে হাঁটলে এই সমস্যা কিছুটা হলেও সমাধান হতে পারে। ভিডিওর শুরুতেই দেখা যাবে, মহিলা একটি থার্মোমিটার নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন। সেই সময় তাঁর থার্মোমিটারে বাইরের তাপমাত্রা দেখাচ্ছে ৪২ ডিগ্রি। এরপর ওই মহিলা ধীরে ধীরে পিছোতে আরম্ভ করেন। এবং দেখা যায় তিনি গাছপালা ঘেরা এলাকার মধ্যে প্রবেশ করছেন। আশ্চর্যভাবে তাঁর চারপাশে গাছের ছায়া যত গাঢ় হচ্ছে ততই তাপমাত্রা কমতে থাকছে থার্মোমিটারে। এভাবে বেশ কয়েক পা পিছনোর পর মহিলা যখন পুরোপুরি একটা গাছের ছায়ায় চলে এসেছেন, তখন থার্মোমিটারে মাত্র ২৭ ডিগ্রি। অর্থাৎ সামান্য দূরত্বের মধ্যেই তাপমাত্রা এতটা তফাত। যা সম্ভব হয়েছে গাছের কারণে। তাই মহিলার পরামর্শ, এমনভাবে যদি আমাদের চারপাশে বেশি সংখ্যায় গাছ থাকত তাহলে অবশ্যই রোজকার তাপমাত্রা অনেকটা কমে যেত। অনায়াসে এসি ছাড়াই দিন কাটাতে পারতেন সকলে।
আরও শুনুন: যেন উলটপুরাণ! সনাতন ধর্ম রক্ষায় ‘বেদ বিদ্যালয়ে’ জোর কংগ্রেসেরই
যদিও এই পরামর্শ নতুন নয়। পরিবেশবিদরা সবসময় গাছ লাগানোর পক্ষে সওয়াল করেন। তবে এই মহিলা যেভাবে হাতে কলমে পার্থক্যটা দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় বলে মনে করছেন অনেকেই। তাঁর এই যুক্তির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেছেন নেটিজেনদের একাংশও।
How the heat on the slab varies between the hot sun to the shade of a tree. #marabeku pic.twitter.com/4wJSHbQGGr
— Subhashini Chandramani (@Neelavanam) April 19, 2023