রেস্তরাঁয় খেতে গিয়ে এবার বডিশেমিংয়ের মুখে পড়লেন এক তরুণী। তাঁর থেকে চাওয়া হল অতিরিক্ত মূল্যও। ঘটনায় রেস্তরাঁর বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। কোথায় ঘটেছে এই ঘটনা? আসুন, শুনে নেওয়া যাক।
তথাকথিত সৌন্দর্যের বাইরে গিয়ে কোনও কিছুকে গ্রহণ করতেই যেন আপত্তি রয়েছে সমাজের। রোগা-মোটা-বেঁটে-কালো এসব নিয়ে আজও নানাধরনের তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় আমাদের প্রতিনিয়ত। প্রতিটা শরীরই যে নিজের মতো করে সুন্দর, তা ভুলে যাই আমরা। ইদানীং বিজ্ঞাপন থেকে শুরু করে সমস্ত জায়গাতেই সেই ট্যাবুর বিরুদ্ধে লড়াই চলছে। অথচ সমাজ কি আদৌ বদলেছে?
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
রেস্তরাঁয় খেতে গিয়ে এবার বডিশেমিংয়ের মুখোমুখি হতে হল এক তরুণীকে। সম্প্রতি একটি রেস্তরাঁয় বাফে খেতে গিয়েছিলেন তিনি। বাফে হল এমন একটা পদ্ধতি, যেখানে একটি নির্দিষ্ট মূল্য দিয়ে নির্দিষ্ট মেনুর খাবারদাবার যত খুশি খেতে পারেন অতিথিরা। আর সেখানেই তরুণীর কাছ থেকে চেয়ে বসা হল দ্বিগুণ দাম।
সম্প্রতি এই ঘটনা ঘটেছে ব্রিটেনের একটি রেস্তরাঁয়। পপি নামে ওই তরুণী জানান, রেস্তরাঁর কর্মীরা তাঁর বিরুদ্ধে দু’জনের খাবার খাওয়ার অভিযোগ তোলেন। ‘মোটা’ বলে বাঁকা কথাও শুনতে হয়েছে তরুণীকে। তিনি বেশি খেয়েছেন বলে তাঁর কাছ থেকে দ্বিগুণ দাম হেঁকে বসেন রেস্তরাঁকর্মীরা।
সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত একটি পোস্টে তরুণী জানান, রেস্তরাঁর বিল মেটানোর সময় তিনি দেখেন দামের অঙ্কে গড়বড় রয়েছে। ব্যাপারটি নিয়ে আপত্তি জানাতেই রেস্তরাঁকর্মীদের অপমানের মুখে পড়তে হয় তাঁকে।
আরও শুনুন: ‘বিয়ের আগে যৌনতা ব্যক্তিগত বিষয়’, আলিয়াকে নিয়ে মশকরার আবহে সপাট দিয়া মির্জা
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা ভাগ করে নিতেই শুরু হয় হইচই। ব্রিটেনের ওই রেস্তরাঁটির বিরুদ্ধে উঠেছে নিন্দার ঝড়। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে নেটিজেনদের বক্তব্যে। বহু সময়েই স্থূল চেহারার ব্যক্তিদের সমাজে এ ধরনের কটূক্তির মুখে পড়তে হয়। গোটা পৃথিবী যখন ‘My body my choice’-এর মন্ত্রে বিশ্বাস করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তখন রেস্তরাঁ কর্তৃপক্ষের এমন ব্যবহারকে নিন্দনীয় বলেই মনে করছেন নেটিজেনেরা।