এ যেন ভূতের রাজার বর! স্রেফ আন্দাজে ঢিল ছুঁড়েই লটারি জিতে নিলেন এই মহিলা। কীভাবে? আসুন, শুনে নেওয়া যাক সে গল্প।
কথায় বলে, লটারি হল জুয়ার নেশার মতো। হঠাৎ করে কিছু বাড়তি টাকা পাওয়ার আশায় অনেকেই নিয়মিত লটারির টিকিট কেটে থাকেন। কিন্তু তাঁদের অনেকের ক্ষেত্রেই সে আশা আর পূর্ণ হয় না। সারাজীবন ধরে লটারির টিকিট কেটেও এক টাকাও জোটেনি, এমন মানুষের সংখ্যা কম নেই। তবে এই মহিলা কিন্তু মোটেই সেই দলে পড়েন না। স্রেফ আন্দাজে ঢিল ছুঁড়েই লটারিতে বড়সড় অঙ্কের অর্থ জিতে নিয়েছেন তিনি। হ্যাঁ, এক দু টাকা নয়, গুনে গুনে ৫০ হাজার ডলার হাতে এসেছে তাঁর, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
আরও শুনুন: অপহরণের পর সাত বছর বাক্সবন্দি, ভয়াবহ অভিজ্ঞতা তরুণীর
ভাবছেন, লটারি মানেই তো ভাগ্যের খেলা। সেখানে আর আলাদা করে আন্দাজের কথা উঠছে কেন? আসলে, লটারির টিকিট কাটার সময় নম্বর বেছে নিতে গিয়ে নিজের পুরনো গাড়ির লাইসেন্স প্লেটের নম্বরটিই ব্যবহার করেছিলেন ওই মহিলা। কিন্তু ভাঙা গাড়ির নম্বরই যে তাঁকে সৌভাগ্য এনে দেবে, সে কথা তিনি নিজেও ভাবেননি। জানা গিয়েছে, মেরিল্যান্ডের বাল্টিমোর অঞ্চলের বাসিন্দা ওই মহিলা ফ্রেডেরিক রোডের ফুড স্টপ মিনি মার্ট থেকে কিনেছিলেন লটারির টিকিটটি। নিছক খেয়ালের বশেই এমন কাজ করেছিলেন ৪৩ বছর বয়সি ওই মহিলা। ফলে জিতে যাওয়ার সংবাদ পেয়ে সে কথা তিনি বিশ্বাস করেই উঠতে পারেননি। বারবার নম্বর মিলিয়ে তবেই নিশ্চিত হন তিনি। দেখেন, মাত্র এক ডলার দিয়ে কাটা ওই টিকিটের জোরেই তিনি জিতে নিয়েছেন তার ৫০ হাজার গুণ অর্থ, অর্থাৎ ঠিক ৫০ হাজার ডলার।
আরও শুনুন: অসম সাহস! সন্তানকে ফেরাতে বাঘের সঙ্গে লড়াই মায়ের
লটারির সূত্রে কখনও এমন বিপুল অঙ্কের টাকা পাবেন বলে আশাই করেননি তিনি, সংশ্লিষ্ট আধিকারিকদের এমনটাই জানিয়েছেন ওই মহিলা। পড়ে পাওয়া চোদ্দ আনার মতো এত টাকা নিয়ে কী করবেন তিনি? তার উত্তরে ওই মহিলা জানিয়েছেন, নিজের তিন সন্তান এবং এক নাতির শখ মেটাতে এই টাকার বেশ কিছুটা ব্যয় করবেন তিনি। আর বাকিটা যাবে তাঁর কিছু খরচখরচা সামলাতে। আর হ্যাঁ, আসন্ন শীতের উপযোগী করে তোলার জন্য নিজের পুরনো গাড়িটিকেও এবার সারিয়ে নেবেন বলেই ভাবছেন তিনি। হাজার হোক, গাড়ির জন্যেই তো লক্ষ্মীলাভ হয়েছে তাঁর! সব মিলিয়ে, হঠাৎ পাওয়া লটারির দৌলতে হঠাৎ পাওয়া আনন্দও জুটে গিয়েছে ওই মহিলার।