বিবাহবিচ্ছেদ কোনও নতুন ঘটনা নয়। আকছার একসঙ্গে থাকতে না পেরে একে অপরের থেকে অব্যাহতি চেয়ে বসেন বহু দম্পতিই। তবে বেশির ভাগ সময়েই তা শেষ হয় অশান্তি বা ঝগড়াঝাঁটি দিয়ে। তবে সে পথে হাঁটেননি এই দম্পতি। রীতিমতো উদযাপন করে সম্পর্কে দাঁড়ি টেনেছিলেন তাঁরা। তবে সেই পার্টিতেই যে নতুন জীবনসঙ্গীর সঙ্গে নতুন সম্পর্কে বাঁধা পড়বেন তরুণী, এমন ঘটনা বোধহয় বিরল। তবে এমনটাই ঘটেছে সম্প্রতি। আসুন, শুনে নেওয়া যাক সেই মজার গল্প।
বিয়ের ইতি মানেই তিক্ততা কিংবা ঝগড়াঝাঁটি! মোটেই না। সেই ধরাবাঁধা গত ভেঙে একেবারে অন্যরকম ভাবে সম্পর্কে দাঁড়ি টানতে চেয়েছিলেন এই দম্পতি। হয়েওছিল তেমনটাই। বিয়ের ভাঙার উদযাপন হিসেবে তাঁরা আয়োজন করেছিলেন একটি পার্টির।
আরও শুনুন: সপ্তাহে একদিন প্রেমিকাকে নিমন্ত্রণের অনুমতি বন্দিদের, কোথায় আছে এমন জেল?
তবে সেই পার্টিতেই যে জীবনের নতুন সঙ্গীর খোঁজ মিলবে তা বোধহয় ভাবতেও পারেননি বছর উনত্রিশের গ্যাব্রিয়েলা ল্যান্ডলফি। ওই অনুষ্ঠানে তিনি বেয়ারা হিসেবে নিয়োগ করেছিলেন জন নামের এক যুবককে। তার সুঠাম চেহারা চোখ টেনেছিল গ্যাব্রিয়েলার। তবে পার্টি আয়োজন করলেও বিয়ে ভাঙার একটা মনখারাপ তো ছিলই। তাই সেদিকে খেয়াল করার সময় বা সুযোগ কোনওটাই পাননি তিনি।
তবে ডিভোর্স পার্টির পরের দিনই মোবাইলে একটি টেক্সট মেসেজ পান গ্যাব্রিয়েলা। তিনি ঠিক আছেন কিনা জানতে চেয়ে মেসেজটি করেছিলেন জন। পার্টিতে বেয়ারার কাজে বহাল করেছিলেন যাকে গ্যাব্রিয়েবলা নিজেই। ওই নড়বড়ে সময়ে কী ভাবে যেন তাঁর আশ্রয় হয়ে উঠল সেই যুবকই। সেটা ২০১৯ সালের ঘটনা।
আরও শুনুন: বউ, ছেলেকে পরিত্যক্ত কুঠুরিতে বন্দি করে রেখেছিল স্বামী, ১৭ বছর পর উদ্ধার করল পুলিশ
আস্তে আস্তে জনের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ল গ্যাব্রিয়েলা। প্রেম-প্রণয়ের পর্ব পার করে পরবর্তীকালে তাঁর গলাতে মালাও দিয়েছেন তিনি। বরাবরই পিসিওএস-এর সমস্যায় ভুগতেন গ্যাব্রিয়েলা। তার জন্য গর্ভধারণের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা ছিল তাঁর। তবে ওই যে বলে, সম্পর্কে ভালবাসা থাকলে সব হয়। ইতিমধ্যে এক সন্তানের জন্মও দিয়েছেন গ্যাব্রিয়েলা। তাছাড়া রয়েছে জনের আগের পক্ষের একটি সন্তানও। আপাতত সকলে মিলে একসঙ্গে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন তাঁরা।
বিবাহবিচ্ছেদের পার্টিতে যে জীবনে নতুন সঙ্গী খুঁজে পাবেন তরুণী, তা বোধহয় ভুল করেও ভাবেননি তিনি। তাও আবার তাঁরই বহাল করা কর্মীর সঙ্গে, তা বোধহয় আরওই বিস্ময়কর ব্যাপার। আর তার জন্য আজকাল নিজের ভাগ্যকেই ধন্যবাদ জানাচ্ছেন গ্যাব্রিয়েলা।