ফুরফুরে মেজাজে বাইক চালাচ্ছেন এক পুলিশ অফিসার। এদিকে মাথায় হেলমেটের বালাই নেই। কিন্তু খোদ রক্ষকই যদি আইন না মানেন তাহলে সাধারণ মানুষ কেন ছেড়ে কথা বলবেন? সম্প্রতি এমনই এক ঘটনায় উত্তাল নেটদুনিয়া। কী ঘটেছে ঠিক? আসুন শুনে নিই।
ভারতীয় সংবিধান অনুযায়ী, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তা সে পুলিশ অফিসার হন বা নেতা মন্ত্রী, আইন না মানলে শাস্তি প্রাপ্য সকলেরই। অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সেকথা ভুলে যান কেউ কেউ। ঠিক যেমনটা ভুলেছিলেন এই পুলিশ অফিসার!
আরও শুনুন: সঙ্গীকে নিয়ে উদ্দাম যৌনতায় মাতলেন পর্ন তারকা, হঠাৎ পাশে হাজির পোষা সাপ! তারপর…
সম্প্রতি ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে এমনই এক কাণ্ড। দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তার ধার দিয়ে ফুরুফুরে মেজাজে বাইক চালাচ্ছেন এক উর্দিধারী অফিসার। এদিকে তাঁর মাথায় কোনও হেলমেট নেই। সাধারণ কেউ এমনটা করলে এই পুলিশ অফিসাররাই পথ আটকে দাঁড়ান। হেলমেট পরার পাঠ দেওয়ার পাশাপাশি, মোটা টাকা জরিমানাও করেন। কিন্তু এই ব্যক্তি যে নিজেই পুলিশ! তাই নিজেকে আইনের উর্ধ্বে ভেবে নিয়ে হেলমেট ছাড়াই বেরিয়ে পড়েছেন রাস্তায়। এরপর ভিডিওতে দেখা যাবে এক মহিলাকে। যিনি গাড়ি চালিয়ে ওই হেলমেট বিহীন অফিসারকে কার্যত ধাওয়া করছেন। সেইসঙ্গে বার বার প্রশ্ন করছেন ‘আপনার হেলমেট কোথায়?’ প্রথমে ঠিক বুঝতে না পারলেও, কিছুক্ষণের মধ্যে ওই উর্দিধারীও বুঝে যান তাঁকে উদ্দেশ্য করেই এই কথা বলা হচ্ছে। এদিকে মহিলা প্রায় তাঁর বাইক আটকে গাড়ি থামিয়েছেন। থামতে বাধ্য হয়েছেন অফিসারও। মহিলা ফের প্রশ্ন করেন কেন হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন ওই অফিসার। প্রশ্ন শুনে কিছু একটা উত্তরও দিতে যান অফিসার, কিন্তু উত্ত্র শেষ করার আগেই বাইক চালিয়ে চম্পট দেন ওই জায়গা থেকে। গাড়ির ভিতরে থাকা মহিলাও ক্রমাগত এক প্রশ্ন করতে থাকেন। যদিও অফিসার ততক্ষণে হাওয়া হয়েছেন।
আরও শুনুন: সঙ্গীকে নিয়ে দ্বীপে থাকার বেতন দেড় কোটি! অভিনব চাকরির সুযোগ মিলবে কোথায়?
ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নিমেষে। সেখানে অনেকেই পুলিশের আচরণের তীব্র নিন্দা করেছেন। ভিডিওটি নজর এড়ায়নি স্থানীয় প্রশাসনেরও। যেহেতু এই ঘটনা মুম্বইয়ের তাই ভিডিওতেই সরাসরি মন্তব্য করেছে মুম্বই ট্র্যাফিক পুলিশ। ঠিক কোন রস্তায় এই কাণ্ড ঘটেছে তা জানতে চাওয়া হয়েছে পুলিশের তরফে। ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করা হবে, এমনটাও সাফ জানানো হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।