কুশপুতুল দাহ থেকে হরেক রঙের অন্তর্বাস পরা, অদ্ভুত রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় বিশ্বে

  • Published by: Saroj Darbar
  • Posted on: December 31, 2021 7:20 pm
  • Updated: December 31, 2021 7:26 pm

দেখতে দেখতে হাজির আরও একটা নতুন বছর। নানাবিধ অনুষ্ঠান আর উদযাপনে প্রতিবছরই এই দিনটাকে স্বাগত জানাই আমরা। আতশবাজি, আলোর রোশনাই, খাওয়াদাওয়া, হুল্লোড় আরও কত কী! তবে সব দেশেই যে এমনটাই হয়, তা কিন্তু নয়। বেশ কিছু দেশে বেশ অদ্ভুতুড়ে কাণ্ডও কিন্তু করা হয় এ সময়টায়। কেউ ভাঙেন প্লেট তো কেউ খান আঙুর। আর সেই সব বিচিত্র কর্মকাণ্ডেই স্বাগত জানানো হয় নতুন বছরকে। আসুন শুনে নেওয়া যাক।

নতুন বছর মানেই বিশ্বজুড়ে উৎসবের মেজাজ। সেই উৎসব কিন্তু একরকম নয়। তারই ভিতর আছে নানা দেশে পালিত নানা প্রথা।

ইকুইডর নামে দেশটির কথাই ধরা যাক। সেখানে নতুন বছরকে স্বাগত জানানো হয় কুশপুতুল দাহ করে। কী ভাবছেন, সেসব তো বিক্ষোভমিছিলে পোড়ানো হয়। হ্যাঁ, তা হয় বটে, তবে ইকুইডরের মানুষ এ ভাবেই নতুন বছরকে স্বাগত জানান। অনেকটা আমাদের ন্যাড়াপোড়ারই মতো। পুরনো, যা কিছু অশুভ তাকে ধ্বংস করে এ ভাবেই নতুনের দিকে এগিয়ে যান তাঁরা। পুরনো জামাকাপড়, খবরের কাগজ, কাঠের গুঁড়ো এসব দিয়েই তৈরি হয় সেই পুতুল।

এর পরেই রয়েছে ডেনমার্কের নাম। সেখানে নতুন বছর পালনের রীতি কী জানেন? ডেনমার্কের লোকেরা নতুন বছরকে স্বাগত জানান কাচের বা চিনেমাটির প্লেট ভেঙে। বন্ধুবান্ধব থেকে আত্মীয়স্বজন, সকলের বাড়ির সামনে গিয়ে এসব ভাঙতে শুরু করেন তাঁরা। ডেনমার্কবাসীর বিশ্বাস, যার বাড়ির সামনে যত প্লেট ভাঙা হবে, নতুন বছর ততই ভাল যাবে তাঁর।

আরও শুনুন: ২০২১ মোটেও গোমড়ামুখো নয়, দেশ-বিদেশের নানা মজার ঘটনা মাতিয়ে রেখেছিল সকলকে

জাপানে শহর জুড়ে এ সময়ে বেজে ওঠে একের পর এক ঘণ্টা। অন্তত ১০৮ বার ঘণ্টাধ্বনি হয়। বৌদ্ধ মতে, ওই ঘণ্টাধ্বনির সঙ্গেই সঙ্গেই সমস্ত দুঃসময়, দুর্বিপাক ও গত বছরের পাপ ধুয়েমুছে যাবে, যাদের ছায়া পড়বে না নতুন বছরে।

দক্ষিণ আমেরিকায় আবার রয়েছে খুবই অদ্ভুত একটা রীতি। এই দিনটায় তারা হরেক রঙের অন্তর্বাস পরতে পছন্দ করেন। একেকটা রং আবার একেক রকম সৌভাগ্যের প্রতীক।

আরও শুনুন: হতাশা থেকে আশাবাদ – ২০২১ আমাদের জীবনে কী পরিবর্তন আনল?

ফিলিপ্পিনসের লোকেরা আবার এ দিনটা সাজিয়ে তোলেন নানাবিধ গোলাকার জিনিসে। সে কয়েন হতে পারে, হতে পারে খাবারদাবার বা পোশাক, তবে যাই হোক না কেন, তা হতে হবে গোল। গোলাকার যে কোনও কিছুই তাদের জন্য সৌভাগ্যের প্রতীক।

ইটালির রীতিটি সব চেয়ে অদ্ভুতুড়ে! ব্যালকনি কিংবা জানলা থেকে আসবাবপত্র ছুড়ে ছুড়ে ফেলেন তারা। এ ভাবেই নতুন বছর শুরু হয় তাদের। নেপাল বা দক্ষিণ আফ্রিকাতেও রয়েছে এই রীতি।

বাকি অংশ শুনে নিন।

আরও শুনুন
News Bulletin: Current News for the day of 4 October 2021

4 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মৃত কৃষকদের পরিবার পিছু ৪৫ লক্ষ আর্থিক সাহায্য যোগী সরকারের

শুনে নিন বিশেষ বিশেষ খবর।

Team সংবাদ প্রতিদিন শোনো

why are Indians heights on the decline?

লম্বা হচ্ছে গোটা দুনিয়া, ভারতীয়দের উচ্চতা কেন কমছে?

ভারতীয়দের গড় উচ্চতা কেন কমছে?

Team সংবাদ প্রতিদিন শোনো

News Bulletin: Current News for the day of 23 August 2021

23 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- আফগানিস্তান নিয়ে সর্বদল বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর, অংশ নেবেন মমতা

বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে। 

Team সংবাদ প্রতিদিন শোনো

মিস করবেন না!
South Indian actress Samantha Prabhu refuses to take alimony after divorce

বিচ্ছেদের পর ২০০ কোটি টাকার খোরপোশ নিতে অস্বীকার, ছকভাঙা সিদ্ধান্ত অভিনেত্রী সামান্থার

কী অবস্থান নিলেন সামান্থা? শুনে নিন।

Team সংবাদ প্রতিদিন শোনো

Soumitra Chaterjee once shared a story on his Feluda character

ফেলুদার প্রতি ‘দুর্বলতা’ নেই, জানিয়ে কিশোরী ভক্তের ‘তিরস্কার’ জুটেছিল সৌমিত্রর

কিশোরীর চিঠি পেয়ে কী মনে হয়েছিল সৌমিত্রর? শুনে নিন।

Team সংবাদ প্রতিদিন শোনো

Mosque Man: in spite of being a Hindu, he has built at least 400 Mosques

হিন্দু হয়েও ৪০০-র বেশি মসজিদ বানিয়েছেন দেশের এই Mosque Man

তাঁর কথা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।

Team সংবাদ প্রতিদিন শোনো

News Bulletin: Current News for the day 12 December 2021

12 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ব্যাংক ডুবলেও সুরক্ষিত গ্রাহকদের টাকা, আশ্বাস প্রধানমন্ত্রীর

শুনে নিন বিশেষ বিশেষ খবর।

Team সংবাদ প্রতিদিন শোনো