দর্শকদের চমক দিতে সিনেমাহলে হাজির ছিলেন অভিনেতারা। শো শেষ হতেই সামনে আসেন সকলে। আর সেখানেই ঘটে বিপত্তি। ভিলেনকে সামনে দেখে মারতে ছোটেন এক মহিলা দর্শক। কী হল তারপর? আসুন শুনে নেওয়া যাক।
নীলদর্পণ নাটক দেখতে গিয়ে সাহেবের চরিত্রে অভিনয় করা অর্ধেন্দুশেখর মুস্তাফিকে জুতো ছুঁড়েছিলেন বিদ্যাসাগর। সেই জুতো মাথায় করে রেখেছিলেন অভিনেতা। এর থেকে বড় পাওনা আর কী ই বা হতে পারে! ঠিক যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হল হায়দরাবাদে। সিনেমা হলে ভিলেনকে দেখে মারতে ছুটলেন মহিলা। বেমক্কা চড়-থাপ্পড় কষিয়েও দিলেন। কোনওক্রমে পরিস্থিতি সামাল দিলেন সহ অভিনেতারা।
অভিনেতার আসল গন্তব্য দর্শকের মন। কোনওভাবে তা ছুঁয়ে যেতে পারলেই কেল্লাফতে! নামজাদা অভিনেতারা প্রত্যেকেই এমন স্বাভাবিক ভাবে অভিনয় করেন। বোঝা কঠিন হয় কোনটা আসল কোনটা নকল। সেক্ষেত্রে খল চরিত্রে অভিনয় করা ব্যক্তিকেও অনেক সময় সত্যি ভেবে নেন দর্শকরা। ব্যক্তি হিসেবে তিনি যেমনই হন, অভিনীত চরিত্র দেখেই তাঁর চরিত্রের বিচার করেন অনেকে। অবশ্যই অভিনয় হতে হবে সেই মানের। তাহলেই দর্শকের মনে পাকাপাকি ভাবে দুশ্চিরত্রের জায়গা করে নেবেন ভিলেন। গ্রামেগঞ্জে এমন ঘটনা হামেশাই দেখা যায়। সিনেমা-সিরিয়ালে যা দেখানো হচ্ছে তার সবটা সত্যি ভেবে নেন কিছু দর্শক। বিশেষত বয়স্করা। তাঁদের কাছে সিনেমায় দেবতার চরিত্রে অভিনয় করা ব্যক্তিই ঈশ্বরতুল্য। সামনে থেকে তাঁর দেখা পেলে প্রণাম করতে ছোটেন। আবার অসুরের চরিত্রে অভিনয় করা কাউকে দেখলে মারতেও উদ্যত হন। সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটেছে হায়দরাবাদে।
সদ্য মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘লাভ রেড্ডি’। আদ্যপান্ত ভালোবাসার গল্প। নায়ক-নায়িকের প্রেমের গল্পে মুগ্ধ হয়েছেন দর্শকরা। কিন্তু স্রেফ প্রেম থাকলে কি সিনেমা হয়! রয়েছেন খলনায়ক। নায়ক-নায়িকার প্রেমে বারবার বাধা সৃস্টি করছেন তিনি। আর তাতেই বেজায় চটেছেন এক মহিলা দর্শক। কেন এইভাবে যুগলকে বিরক্ত করছে ওই খল চরিত্র এই প্রশ্নই ছিল তাঁর। মনে মনে ভেবেছিলেন সামনে থাকলে জুতোপেটা করতেন ওই ভিলেনকে। এদিকে সিনেমা শেষ হতেই দেখা যায় সত্যি সত্যি সামনে হাজির ভিলেন। এক মুহূর্তও সময় নষ্ট না করে তাঁকে মারতে ছোটেন মহিলা। দু-এক ঘা চড় কষিয়েও দেন। সেইসঙ্গে রাগী গলায় প্রশ্ন করেন, কেন ওইভাবে নায়ক-নায়িকাকে বিরক্ত করছিলেন?
সম্প্রতি এমনই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হায়দরাবাদের এক সিনেমাহলে। সিনেমার দর্শক প্রতিক্রিয়া জানতে সিনেমার কুশীলবরা সেদিন সরাসরি হাজির ছিলেন ওই হলে। শো শেষ হতেই তাঁরা সামনে আসেন। সেই দলে ছিলেন খল চরিত্রে অভিনয় করা এনটি রামস্বামী। তাঁকেই অভিনয়ের পুরস্কার হিসেবে মার খেতে হল ওই মহিলার কাছে। সেই মুহূর্তে পরিস্থিতি সামাল দেন রামস্বামীর সহ অভিনেতারা। তবে এই ঘটনা যে লজ্জার চাইতেও বেশি গর্বের তা আর বলার অপেক্ষা রাখে না! এতটাই নিখুঁত অভিনয় করেছেন রামাস্বামী যে মহিলা বুঝতেই পারেননি বিষয়টা মেকি। তাই সত্যি সত্যি খল চরিত্রকে মারতে উদ্যত হন তিনি। প্রথমে ভয় পেলেও পরে বিষয়টি বুঝতে পারেন অভিনেতারা। সেইভাবে কারও জখম হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় অবেক হয়েছেন সকলেই। এইভাবেও যে দর্শক প্রতিক্রিয়া মিলতে পারে, তা আশা করেননি কেউই।