একেই বলে প্রেমের গেরো! প্রেমে পড়ে বিয়ে করে বড় বিপাকে পড়লেন যুবক। টাকাপয়সা, গয়নাগাঁটি তো হারাতে হলই, সঙ্গে হারালেন সাধের বউটিকেও। কী করে ঘটল এমন কাণ্ড? আসুন, তবে শুনে নেওয়া যাক।
উদ্দাম প্রেমে কেটেছিল দুবছর। বাড়ির সঙ্গে রীতিমতো ঝগড়া করে শেষমেশ সাত পাকে ঘুরেওছিলেন যুগলে। কিন্তু প্রেমের গাড়ি যখন বাধাহীনভাবে ছুটতে চাইছে, সেই সময়েই আচমকা টানে গাড়ি থামালেন প্রেমিকা, তথা বর্তমানের বধূ। আসলে টান পড়েছিল তাঁর মনেই। আর সেই পিছুটানের জেরেই গল্পে নয়া মোড়, থুড়ি নতুন নায়ক। পুরনো প্রেম ভুলে এবার নতুন পথেই পাড়ি জমালেন ২০ বছর বয়সের ওই যুবতি। এদিকে টাকা, গয়না সব খুইয়ে কিংকর্তব্যবিমূঢ় স্বামী।
আরও শুনুন: মৃত্যু হয়েছে মালকিনের, ২০টি পোষা বিড়াল খুবলে খেল মৃতদেহ
ভাবছেন তো, কাণ্ডটা ঠিক কী? তবে খুলেই বলা যাক।
চলতি বছরের ২৭ এপ্রিল রীতিমতো ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন পাটনার নওবতপুর গ্রামের সত্যানন্দ এবং রানি কুমারী। যদিও সেই বিয়ের পথটা খুব মসৃণ ছিল না। জানা গিয়েছে, দুবছর আগে দেখা হয়েছিল দুজনের। আর প্রথম দেখাতেই প্রেম। ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলতে বলতেই কেটে যেত তাদের। এদিকে বাড়িতে জানাজানি হতেই বিপত্তি। এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না বাড়ির লোকেরা। তাঁদের সঙ্গে রীতিমতো তর্কবিতর্কের পরে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন যুগলে। যদিও সুখের সময় বেশিদিন স্থায়ী হল না। বিয়ের মাত্র ৪৫ দিন কাটতে না কাটতেই বেপাত্তা নববধূ। সঙ্গে উধাও উপহারে পাওয়া সব গয়না, আর আরও কড়কড়ে ২০ হাজার টাকা। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামী।
আরও শুনুন: বিয়ের খরচের ২৩ লাখ টাকা উপহার দিন নিমন্ত্রিতরাই! অদ্ভুত আবদার নবদম্পতির
তদন্তের সূত্রে জানা গিয়েছে, বিয়ের পরেই সমস্যার সূত্রপাত। শ্বশুরবাড়িতে আসার পরপরই নাকি স্বামী আবিষ্কার করেছিলেন, নিয়মিত অন্য এক পুরুষের সঙ্গে রাত জেগে গল্প করেন তাঁর স্ত্রী। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই চমক। ওই যুবতি সাফ জানান, দুবছরের প্রেমিক তথা বর্তমান স্বামীর সঙ্গে নয়, বরং ফোনের ওপারে থাকা পুরুষটির সঙ্গেই ঘর বাঁধতে চেয়েছিলেন তিনি। আর এর পরে পরেই ঘটল বাড়ি থেকে পালানোর মতো ঘটনা। স্বামীর ঘুমের সুযোগে টাকা ও গয়না নিয়ে চম্পট দিলেন বধূ। জানা গিয়েছে, ফোনে কথা বলা পুরুষটি তাঁর প্রাক্তন প্রেমিক। বিয়ের পরেও নাকি তাঁকে ভুলতে পারেননি ওই যুবতি। আর তাই, এবার প্রাক্তন প্রেমিকের হাত ধরেই বর্তমান স্বামীর ঘর ছাড়লেন তিনি।