শুধু বেতন নয়, প্রতি মাসে আরও কিছু অতিরিক্ত টাকা দেবে অফিস। শর্ত একটাই, চুটিয়ে প্রেম করতে হবে। অফিসের সময় প্রেম করলেও আপত্তি জানাবে না কেউ, বরং উৎসাহ যোগাবে! কোথায় রয়েছে এমন সংস্থা? আসুন শুনে নেওয়া যাক।
জীবনে সদ্য প্রেম এসেছে। ভালোবাসার মানুষটিকে সময় দিতে মন চাইছে। অথচ ছুটি নেই! বাধ্য হয়ে মিথ্যে বলে ছুটি নিতে হচ্ছে। প্রয়োজনে মা-বাবার শরীর খারাপের দোহাই দিয়েও, ভালোবাসা জারি রাখতে চাইছেন চাকুরীজীবী প্রেমিক। কিন্তু এই সমস্যায় সবাইকে পড়তে হয় না। কারণ এমনও এক সংস্থা রয়েছে, যেখানে কর্মীদের ছুটি এবং টাকা দেওয়া হয় প্রেম করার জন্য।
শুনতে অবাক লাগলেও সত্যি। প্রেম করলেই কর্মীদের মোটা টাকা পুরস্কার দেওয়া হচ্ছে এই সংস্থায়। হোক না অফিসে প্রেম, তাতেও আপত্তি নেই! তবে বাইরের কারও সঙ্গে প্রেম করলে টাকার অঙ্ক বাড়বে। শুধু তাই নয়, একজনের সঙ্গে বেশ কয়েকমাস কাটিয়ে ফেলতে পারলে লাফিয়ে বাড়বে নগদ পুরস্কারের অঙ্ক। সংস্থার শর্ত বলছে, ভালোবাসার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে গেলেই টাকা মিলবে। সহজ করে বললে, কর্মীদের ডেটে যাওয়ার জন্য উৎসাহ যোগাচ্ছে ওই সংস্থা। জানা যাচ্ছে, কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়াতেই এমন পদক্ষেপ। প্রেম করলে সকলের মন ভালো থাকবে, তাতে আখেরে লাভ কোম্পানির। কিন্তু স্রেফ এই একটা কারণ নয়, আসল ব্যাপারটা একটু আলাদা।
ঠিক কীরকম?
তাহলে খুলেই বলা যাক! এই নিয়ম চালু হয়েছে চিনের এক সংস্থায়। টেক কোম্পানি, বিভিন্ন অ্যাপ, সফটওয়্যার তৈরি করাই কাজ। সম্প্রতি ওই সংস্থা তৈরি করেছে একটি ডেটিং অ্যাপ। তার জন্য আলাদা করে বিজ্ঞাপন চলছে ঠিকই, কিন্তু সংস্থার কর্মীদেরও যদি জনসংযোগের কাজে ব্যবহার করা যায়? খানিকটা সেই ভাবনা থেকেই কর্মীদের প্রেমের দুয়ার খুলে দিয়েছে সংস্থা। ওই ডেটিং অ্যাপের মাধ্যমে কেউ যদি সংস্থারই কারও সঙ্গে সম্পর্কে জড়ান, তাহলে ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬৮ টাকা দেওয়া হবে ওই কর্মীকে। আবার অনলাইনে, অর্থাৎ সংস্থার বাইরের কারও সঙ্গে যদি ওই ডেটিং অ্যাপের মাধ্যমে প্রেম হয় তাহলে প্রায় ১২ হাজার টাকা দেবে সংস্থা। সেক্ষেত্রে সংস্থার কর্মী আর তাঁর ভালোবাসার মানুষ দুজনকে আলাদাভাবে টাকা দেওয়া হবে। এখানেই শেষ নয়, যদি ওই প্রেম ৩ মাস টিকে যায়, তাহলে মিলবে প্রায় দেড় লক্ষ টাকা। ভাবা যায়! স্বাভাবিক ভাবেই, নেটদুনিয়াও এই খবর বিশ্বাস করতে পারেনি। শুরু হয়েছে জোর চর্চা। পরে দেখা গিয়েছে, বিষয়টা একেবারেই সত্যি। এর জন্য বিগত কয়েকমাসে মোটা টাকা খরচও করে ফেলেছে ওই সংস্থা। তাতেই সকলে উঠে পড়ে লেগেছেন, কীভাবে এখানে চাকরি পাওয়া যায় সেই খোঁজ করতে। সেসব নিয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে বিষয়টা নিয়ে সবর্ত্রই চর্চা চলছে।