ওষুধপত্র মুড়ে রাখা হয় অ্যালুমিনিয়ামের ফয়েলে। এ তো আমরা সবাই দেখেই থাকি। কিন্তু কী বিশেষ উপকারিতা রয়েছে এর? আসুন, শুনে নেওয়া যাক।
কোনও কিছুকে জল হাওয়া থেকে বাঁচানোর জন্য অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখি আমরা। বিশেষ করে খাবারদাবার। সে অভ্যাস ভালো না খারাপ, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠতেই পারে। তবে অন্যান্য অনেক কিছুর তুলনাতেই এই ফয়েল যে বেশি সুবিধাজনক, তা বলাই যায়। কিন্তু অন্য ক্ষেত্রে যদি বা আপনি অ্যালুমিনিয়ামের ফয়েলের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারেন, একটি জায়গায় কিন্তু সে উপায় নেই। তা হল ওষুধ। ট্যাবলেট মাত্রেই তা মোড়া থাকবে অ্যালুমিনিয়ামের ফয়েলে। কিন্তু কেন? কেন অন্য কিছুর বদলে এই জিনিসটিই ব্যবহার করা হয় ওষুধ মোড়ার ক্ষেত্রে?
আরও শুনুন: বিশ্বের সেরা মেধাবী পড়ুয়া এই বাঙালি কিশোরীই, চেনেন তাকে?
আসলে ওষুধ শিল্পে ওষুধ বানানোর প্রক্রিয়াটি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ তাকে যথাযথ ভাবে সংরক্ষণ করাও। মানুষের হাতের ছোঁয়া হোক কি প্রাকৃতিক জল হাওয়া ধুলো, সবকিছু থেকেই তাকে বাঁচিয়ে রাখতে হয়। না হলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে সময় লাগে না। উপরন্তু কেউ যাতে ওষুধের মধ্যে অন্য কিছু মিশিয়ে দিতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করাও জরুরি। সেই জায়গাতেই অত্যন্ত উপযোগী এই অ্যালুমিনিয়াম ফয়েল। একে তো অ্যালুমিনিয়াম ধাতুর ক্ষয়ের হার কম। একইসঙ্গে তাপমাত্রার কমাবাড়া বা জলীয় বাষ্পের প্রকোপেও এই ফয়েলের বিশেষ কিছু পরিবর্তন হয় না। শুধু জল নয়, তেল, হাওয়া, অতিবেগুনি রশ্মি কিংবা জীবাণুকেও রুখতে পারে এই মোড়ক। ফলে ভেতরের ওষুধ খারাপ হওয়ার ভয় থাকে না। আর এইসব কারণেই ওষুধ শিল্পের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জুড়ে গিয়েছে অ্যালুমিনিয়ামের ফয়েল।