জনপ্রিয় বিস্কুটের তালিকায় পার্লেজি-র নাম বেশ ওপরের দিকেই থাকে। স্রেফ স্বাদ নয়, এই বিস্কুটের জনপ্রিয়তার অন্যতম প্যাকেটের গায়ে থাকা ছোট্ট মেয়েটির মুখ। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ছবিটি আসলে কার? অনেকেরই দাবি ওই ছবি লেখিকা সুধা মূর্তির। কিন্তু সত্যিই কি তাই? আসুন শুনে নেওয়া যাক।
‘ভারত কা আপনা বিস্কুট’, বিজ্ঞাপনে ঠিক এমনটাই বলা হত পার্লে-জি বিস্কুট সম্পর্কে। তাই দেশের এমন কোনও জায়গা নেই বললেই চলে, যেখানে পার্লে-জি বিস্কুট পাওয়া যায় না। দামে কম, স্বাদে ভাল অথচ পুষ্টিকর। এই জোরেই বছরের পর বছর ধরে দেশবাসীর মন জয় করেছে পার্লেজি বিস্কুট। তবে আরও এক কারণে এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তা হল, এর প্যাকেটের গায়ে থাকা ছোট্ট একটি মেয়ের মুখ।
আরও শুনুন: মন্দিরের দখল নিতে তৈরি মুসলমানরা, কঠোর হাতে কট্টরপন্থীদের দমন খোদ নবাবের
একেবারে শুরু থেকেই এই সংস্থা তাদের বিজ্ঞাপনে ছোট্ট একটা মেয়ের ছবি ব্যবহার করে আসছে। যে কোনও দামের পার্লেজি বিস্কুটের প্যাকেটেই সেই ছবি দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্যাকেটের রং বদেলছে, ডিজাইন বদলেছে, স্রেফ বদলায়নি পার্লে-জি গার্ল-এর মুখ। কিন্তু ওই ছবিটি আসলে কার, তা নিয়ে বিতর্কের শেষ নেই। মূলত যে তিনজনের নাম এ প্রসঙ্গে উঠে আসে, তাঁরা হলেন নিরু দেশপাণ্ডে, গুঞ্জন গুনদানিয়া এবং বিখ্যাত লেখিকা সুধা মূর্তি।
আরও শুনুন: মোবাইলে চার্জ নেই! লেবু দিয়েই হতে পারে মুশকিল আসান, কীভাবে?
শুনতে অবাক লাগলেও সত্যি। এমনটাই দাবি তোলেন অনেকে। আর এক্ষেত্রে সবথেকে জোরালো দাবিটি সুধা মূর্তিকে নিয়েই। ইনফোসিস কর্তা নারায়ন মূর্তির স্ত্রী-র হওয়ার পাশাপাশি তাঁর আরও কিছু পরিচয় রয়েছে। বিখ্যাত লেখিকা হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত। একইসঙ্গে বিভিন্ন মানবকল্যানের কাজের সঙ্গেও তিনি যুক্ত। সবমিলিয়ে সুধা মূর্তির বেশ জনপ্রিয়তা রয়েছে। সেই লেখিকা সম্পর্কেই অনেকের দাবি, পার্লে-জি গার্লের ছবিটি আসলে তাঁর। সুধা মূর্তিকে ছোটবেলায় হুবহু ওরকম দেখতে ছিল বলেই দাবি তোলেন অনেকে। যদিও এ ব্যাপারে লেখিকার কোনও মন্তব্য নেই। পাশাপাশি নিরু দেশপাণ্ডে নামে এক মহিলাকে নিয়েও প্রায় একইরকম দাবি তোলেন কেউ কেউ। প্রমান হিসেবে তাঁর ছোটবেলার ছবির পাশে পার্লে-জি গার্লের ছবি রেখে তুলনা টানেন কেউ কেউ। এ প্রসঙ্গে গুঞ্জন গুনদানিয়ার নামও অনেকেই উল্লেখ করেন। সব ক্ষেত্রেই মুখের সঙ্গে পার্লে-জি গার্লের মুখের অদ্ভুত মিল রয়েছে বলেই, দাবি ওঠে। তবে আসল সত্যি যে এর কোনওটাই নয়, তা ফাঁস করেছে খোদ পার্লেজি সংস্থা। তাঁদের দাবি, ঐ ছবি আসলে কোনও ফোটগ্রাফই নই। হাতে আঁকা এক ছবি মাত্র। তাও কোনও বাস্তব চরিত্রকে দেখে আঁকা নয়, সম্পূর্ণভাবে কল্পনার উপর ভর করেই আঁকা হয়েছিল ওই ছবি। একথা জানার পর অনেকেই আশাহত হয়েছিলেন। তবু এখনও সুধা মূর্তির সঙ্গে পার্লেজি গার্লের তুলনা করা পুরোপুরি থামেনি নেটদুনিয়ায়।