কথায় আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। বাস্তবের সেই গৌরী সেন হিসেবেই যেন ধরা দিয়েছেন এক যুবক। চলন্ত গাড়ি থেকে প্রায় দেড় কোটি নগদ টাকা স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। উদ্দেশ্য, ওই টাকা ব্যবহার করে সকলের মনের ইচ্ছা পূরণ হোক। ঘটনার জেরে তাঁকে নিয়ে বেজায় শোরগোল নেটদুনিয়ায়। কোথায় ঘটেছে এই ঘটনা? আসুন শুনে নিই।
বিখ্যাত ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর এক দৃশ্যে বেলুন থেকে রাশি রাশি টাকা নিচে উড়িয়ে দিয়েছিল প্রফেসরের দল। যা কুড়োতে শোরগোল পড়ে গিয়েছিল উপস্থিত জনতার মধ্যে। প্রায় এমনই কাণ্ড ঘটিয়েছেন আমেরিকার কোলিন ডেভিস। বছর ৩৮ এর এই যুবক সম্প্রতি চলন্ত গাড়ি থেকে তোড়া তোড়া টাকার বান্ডিল ফেলে দিয়েছেন বলেই খবর। আর এভাবেই বেশ কিছুদূর গাড়ি চালিয়ে গিয়েছেন তিনি। ফলে শহরের বিভিন্ন প্রান্তে তাঁর টাকা ছড়িয়ে পড়েছে। ঘটনার দিন চলন্ত গাড়ি থেকে অমন টাকার বৃষ্টি দেখে অনেকেই অবাক হয়ে যান। অনেকে আবার এই দৃশ্য দেখা মাত্র টাকা কুড়োতে ছোটেন। মূলত কোলিনের গাড়ির পিছনে যে গাড়িগুলো চলছিল, তার চালকরাই বেশি টাকা কুড়োতে পারেন। তাঁদের অধিকাংশের সংগ্রহেই খুব কম করে ২০-২৫ হাজার টাকা চলে আসে। কেউ কেউ আবার আরও বেশি টাকা কুড়োতে সক্ষম হন, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।
আরও শুনুন: তীব্র গরমে অতিষ্ঠ, সূর্যের বিরুদ্ধেই মামলা ঠুকেছিলেন ব্যক্তি
শুনতে অবাক লাগলেও সত্যি। আসলে সবার ভালো হোক, এমনটাই চেয়েছিলেন এক যুবক। তাই সবাইকে উপহার হিসেবে টাকা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণে প্রায় দেড় কোটি টাকা চলন্ত গাড়ি থেকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। তবে এই টাকা যতই মহৎ উদ্দেশ্যে ছড়ানো হোক, কোলিনের পরিবারের লোকজন এই কাজ একেবারেই ভালোভাবে নেননি। তাঁদের দাবি, পারিবারিক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েই এই জনসেবার কাজ করেছেন তিনি। আর এত টাকা তুলে নেওয়ার দরুন সেই অ্যাকাউন্ট কার্যত ফাঁকা হতে বসেছে। ফলে বেজায় চটে গিয়ে পুলিশের কাছে কোলিনের নামে অভিযোগ দায়ের করে বসেন পরিবারের লোকজন। কিন্তু সেখানেও কোনও লাভ হয়নি। যেহেতু ওই অ্যাকাউন্টে সমান অধিকার কোলিনেরও ছিল, তাই তাঁর বিরুদ্ধে কিছুই করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় স্থানীয় প্রশাসন। তাই বাধ্য হয়ে যারা ওই টাকা কুড়িয়েছেন তাঁদের ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে কোলিনের পরিবার। তবে কোলিনের এই কাজে বেজায় খুশি নেটদুনিয়া। অনেকেই তাঁকে রবিনহুড আখ্যা দিয়েছেন। অনেকে আবার সদ্য মুক্তিপাওয়া ফরজি ওয়েবসিরিজের একটি দৃশ্যের সঙ্গে এই ঘটনার তুলনা টেনেছেন। সব মিলিয়ে তাঁর এই কাজকে ভালো চোখেই দেখছে নেটদুনিয়া।