কথায় বলে, মনের জোর থাকলে কাটিয়ে ওঠা যায় যে কোনওরকম প্রতিবন্ধকতাকেই। বাস্তবে সে কথাকেই সত্যি বলে প্রমাণ করে দিয়েছেন একাধিক মানুষ। তাঁদেরই একজন পরভিন্দর চাওলা। কে তিনি? আসুন, শুনে নেওয়া যাক তাঁর কথা।
আমার জীবনে প্রত্যেকটা দিনই একটা করে চ্যালেঞ্জ। বলেন পরভিন্দর চাওলা। মাত্র ২২ বছর বয়সেই যাঁকে বেঁধে ফেলেছে হুইলচেয়ার। উঁহু, একটু ভুল হল বোধহয়। প্রতিবন্ধকতা তার শরীরকে বেঁধেছে বটে, কিন্তু মনকে বাঁধতে পারেনি। আর তাই একা একাই বিশ্ব জুড়ে ঘুরে বেড়ান এই সাহসী মেয়ে।
আরও শুনুন: ভাঙা খেলনা ফেলনা নয়, তা দিয়েই তৈরি হচ্ছে পশুদের জন্য হুইলচেয়ার
হ্যাঁ, সাহসী আখ্যাই তো প্রাপ্য তাঁর। যে বয়সে একটা মেয়ের হেসে খেলে ছুটে বেড়ানোর কথা, সেই সময়েই নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও চলে যায় লুধিয়ানার এই মেয়ের। অবশ্য এই অসুখের সূত্রপাত ছোটবেলাতেই। ১৫ বছর বয়স থেকেই তাঁর শরীরে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ ফুটে উঠতে শুরু করে। প্রথমে ছোটখাট সমস্যা দিয়ে শুরু। দিনে দিনে অবস্থা আরও খারাপের দিকে এগোয়। এমনকী দুবছর তাঁকে পুরোপুরি শয্যাশায়ী থাকতেও হয়েছিল। চিকিৎসায় সামান্য কাজ হওয়ার পর হুইলচেয়ার ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি। একটি কলসেন্টারে টেলিকলার হিসেবে চাকরিতে যোগ দেন, ওই অবস্থাতে রাস্তাঘাটেও বেরোতে শুরু করেন। আর এই সময়েই একদিন, বেড়ানোর পোকাটা মাথা চাড়া দিয়ে ওঠে। কলেজের বন্ধুদের বৈষ্ণোদেবী যাওয়ার পরিকল্পনায় নিজেকে সামিল করে নেন তিনিও। জম্মুর পাহাড়ি এলাকায় ওই মন্দিরে তিনি কীভাবে উঠবেন, তা নিয়ে সকলেই চিন্তিত ছিলেন। সেখানে হুইলচেয়ার র্যাম্পও ছিল না। কিন্তু আসলে যে মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়াই মানুষের ধর্ম, সেদিন সে কথার প্রমাণ পেয়ে গিয়েছিলেন পরভিন্দর। চারজন মানুষ তাঁকে হুইলচেয়ার-সহ বয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলেন মন্দিরে। আর এই ঘটনাই বোধহয় পরভিন্দরকে আরও অনেকটা সাহস জুগিয়েছিল। এরপর তাঁর এক আত্মীয়ের শুটিং-এর সূত্রে দুবাই পাড়ি দেন তিনি। তবে ক্রমশ পরভিন্দর বুঝে যান, তাঁর সঙ্গে ঘুরতে সকলে স্বচ্ছন্দ বোধ নাও করতে পারেন। সুতরাং তিনি ঠিক করে ফেলেন, আর দলে নয়, একাই বেরিয়ে পড়বেন তিনি।
আরও শুনুন: যোদ্ধার বেশ, হাতে রাইফেল, চলেছেন যুদ্ধে… সেকালের সাহসী এই দুই রমণী কারা?
যেমন ভাবা, তেমন কাজ। তাঁর প্রথম সোলো ট্রিপ ছিল বালিতে। আর এখন? পৃথিবীর ৫৯টি দেশ ঘুরে ফেলেছেন পরভিন্দর। তার মধ্যে রয়েছে ৩২টি ইউরোপীয় দেশ। অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, চিন, রোম, আমেরিকা, লন্ডন, কী নেই সেই তালিকায়!
শুনে নিন বাকি অংশ।