দাম্পত্য যত মধুর হোক না কেন, তাতে ঝামেলাও কম থাকে না। আর সেই ঝামেলার দরুন বেশিরভাগ ক্ষেত্রে দুর্ভোগ সহ্য করতে হয় মেয়েদেরই। তাই সব ঝুটঝামেলা এড়াতে অভিনব সিদ্ধান্ত নিলেন এক তরুণী। কী করলেন তিনি? আসুন শুনেই নিই।
নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাটের এক তরুণী। সেই সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়েছিল। বিয়ের প্রতি আধুনিক তরুণ-তরুণীদের দৃষ্টিভঙ্গি যে কেমন, তার খানিকটা আঁচ মিলেছিল সেই ঘটনা থেকে। বছরশেষে তা প্রায় স্পষ্ট করে দিলেন রাজস্থানের এক তরুণী। দাম্পত্য ঝামেলা এড়াতে স্বয়ং ভগবান বিষ্ণুকে বিয়ে করলেন তিনি।
আরও শুনুন: বারাণসী নাকি হরিদ্বার! ২০২২-এ কোন ধর্মস্থানে ভক্তরা ভিড় জমালেন বেশি?
তরুণীর নাম পূজা সিং। জয়পুরের বাসিন্তা পূজা বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পোস্ট গ্রাজুয়েট করছেন। বয়স তিরিশ, অতএব বাড়িতে বিয়ের কথা উঠেছে। কিন্তু বিয়ে করবেন কী! দাম্পত্যে যা ঝামেলার বহর, তাতে একরকম তিতিবিরক্ত তিনি। নিজের মা-বাবার মধ্যে সেই ঝামেলা দেখেছেন। এ ছাড়া পরিচিত প্রায় সব দাম্পত্যেই তিনি দেখেছেন বেজায় ঝামেলা। আর সেই ঝামেলার ফল ভুগতে হয়েছে মেয়েদেরই। অতএব একজন মেয়ে হয়ে, তিনি যেচেসেধে আর ঝামেলা ভোগ করতে চান না। তাই ভগবান বিষ্ণুকেই বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন।
আরও শুনুন: নতুন বছরেও বিপর্যয়! ২০২৩ নিয়ে কী কথা শুনিয়ে গিয়েছিলেন বাবা ভাঙ্গা?
এদিকে তাঁর এই প্রস্তাব শুনে তো রেগে আগুন তাঁর বাবা। মেয়ে ভগবানকে বিয়ে করবেন, এ আবার কেমন কথা! কিন্তু পূজার মা এ ব্যাপারে সমর্থন জুগিয়েছেন। উৎসাহ দিয়েছেন। শেষমেশ একজন পণ্ডিত ডেকে এই ডিসেম্বরেই ঈশ্বরকে বিয়ে করেছেন পূজা। বাবা অবশ্য বিয়ের আসরে উপস্থিত হননি। কন্যাদান করেছেন পূজার মা। বিয়েতে শ-তিনেক মানুষ আমন্ত্রিত হিসাবেও উপস্থিত ছিলেন। এখন একটা ছোট্ট মন্দিরে স্বামী তথা আরাধ্যের পুজোআচ্চা করেন পূজা। ভোগও রাঁধেন। ঝামেলাহীন এই দাম্পত্য তাঁর দিব্য কাটছে।
তবে কি ঝামেলার বিষ থেকে মুক্ত হতে বিয়ে থেকেই পালাতে চাইছে আধুনিক প্রজন্ম? পূজার ঘটনা সে প্রশ্নও অবশ্য তুলে দিয়েছে।