তাজমহল নয়, বছরের সেরা পর্যটন ক্ষেত্র রামমন্দির। উদ্বোধনের এক বছরের মধ্যেই রেকর্ড ভিড় টেনে নজর কাড়লেন রামলালা। এতে অবশ্য দলের নয়, ভক্তির জয় দেখছেন অনেকে। রামমন্দিরে কেমন ভিড় হল বছরভর? আসুন শুনে নেওয়া যাক।
বছরের শুরুতে সংবাদের শিরোনাম দখল করেছিল অযোধ্যার রামমন্দির। বছরের শেষেও তার ব্যতিক্রম হল না। পর্যটকদের পছন্দের বিচারে সেরার সেরা তকমা পেয়েছে যোগীরাজ্যের এই মন্দির। লোকসভা নির্বাচনের ফলাফল আশঙ্কার মুখে ঠেলেছিল রামমন্দিরের পর্যটনকে। তবে বছর শেষে দেখা গেল, সেই রামমন্দিরের মাথাতেই উঠল তাজ।
এ দেশে পর্যটন ক্ষেত্রের কমতি নেই। উত্তরে পাহাড় থেকে দক্ষিণের সমুদ্র, প্রকৃতির টানে গোটা বিশ্বের মানুষ ছুটে আসেন ভারতে। স্রেফ প্রকৃতি নয়, মানুষের তৈরি বিখ্যাত সব স্থাপত্যের টানেও এ দেশে ছুটে আসেন অনেকেই। দর্শনীয় জায়গার তালিকায় এতদিন সবার উপরে থাকত তাজমহলের নাম। শাহজাহানের তৈরি এই সৌধ নিয়ে যতই বিতর্ক থাকুক, এর সৌন্দর্যের সামনে সবকিছু ফিকে হয়ে যায়। পূর্ণিমার রাতে শ্বেতশুভ্র তাজমহল দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন পর্যটকরা। এতদিন এই স্থাপত্যই সবথেকে বেশি পর্যটক টানত। চলতি বছরে সেই ছবি বদলেছে। যোগীরাজ্যে সেরা পর্যটন ক্ষেত্রের জায়গা নিয়েছে রামমন্দির।
রামন্দির প্রতিষ্ঠার পর রেকর্ড ভিড়ের সাক্ষী ছিল অযোধ্যা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ রামলালার দর্শনে হাজির হয়েছিলেন। কেন্দ্রীয় বাজেটেও মন্দির পর্যটনে বিশেষ জোর দেওয়া হয়। তার ফলও মিলছে। দেশের বিভিন্ন প্রসিদ্ধ ধর্মীয় স্থানে ভিড় বেড়েছে পর্যটকদের। তবে এক্ষেত্রে সংখ্যায় বেশি ভারতীয়রাই। সমীক্ষা বলছে, তাজমহলের বদলে ভারতীয়রা রামমন্দিরেই বেশি ভিড় জমাচ্ছেন। হিসাব বলছে ১৩৫.৫ মিলিয়ন পর্যটক হাজির ছিলেন রামমন্দিরে। তাতে বিদেশিরাও রয়েছেন কয়েক হাজার। দেশের মানুষ তো রয়েছেনই। সেই জায়গায়, তাজমহলে ভিড় হয়েছে ১২৫.১ মিলিয়ন। তবে এখানে বিদেশীদের ভিড় তুলনায় বেশি। রামমন্দির। আসলে রামমন্দির শুধু একটি মন্দির তো নয়; বলা যায়, ভারতবর্ষের রাজনীতির অভিমুখ ঘুরিয়ে দেওয়া বিন্দু। তা নিয়ে দেশের মধ্যে তর্ক-বিতর্কের শেষ নেই। তবে, দেশ পেরিয়ে বিশ্বের দরবারে কিন্তু দেশের জন্য বিশেষ স্বীকৃতি ছিনিয়ে এনেছে অয্যোধ্যার এই মন্দিরই। দীপাবলিতে ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে রেকর্ড গড়েছে অযোধ্যার রামমন্দির। এবার পর্যটনেও নজর কাড়ল রামলালার দরবার।