Man এবং Woman, দুটি শব্দেরই অর্থ বদলে গেল। বলা যায়, প্রচলিত অর্থ আরও প্রসারিত হল। এই উদ্যোগ নিয়েছে কেমব্রিজ অভিধান। নতুন কী অর্থ উঠে এল এই দুটি শব্দের? আসুন শুনে নিই।
শব্দের অর্থের খোঁজে আমরা অভিধানে চোখ রাখি। আর সেই অর্থেরই খোঁজে অভিধান চোখ রাখে সমাজ তথা জনজীবনের দিকে। একটি শব্দ বহুদিন ব্যবহৃত হতে হতে তার অর্থ পালটে ফেলে। কখনও অর্থের সংকোচন হয়। কখনও আবার নতুন প্রেক্ষিত জুড়ে যায় শব্দের সঙ্গে। অভিধান তাই-ই তুলে রাখে। ঠিক এই হিসাবেই বদলে গিয়েছে ম্যান এবং ওম্যান শব্দদুটির অর্থ।
আরও শুনুন: শিঙাড়া খাওয়াও ধর্মবিরুদ্ধ! কোন দেশে চালু আছে এই নিয়ম?
কেমব্রিজ অভিধানের নয়া সংস্করণ জানাচ্ছে, নতুন অর্থ আরও বেশি প্রসারিত। সেই অর্থে আরও বেশি সংখ্যক মানুষের লিঙ্গপরিচয় বোঝানো সম্ভব হচ্ছে। ব্যাপারটা কীরকম? অনেক সময়ই দেখা যায়, জন্মসূত্রে যাঁরা পুরুষ বা নারী, পরবর্তীকালে তাঁদের জীবনে সেই লিঙ্গপরিচয় প্রযোজ্য থাকছে না। অর্থাৎ একজন পুরুষ পরবর্তীতে নারী হয়ে উঠতে পারেন। আবার উলটোটাও ঘটে। ফলে চিরায়ত সংজ্ঞায় বা অর্থে নারী বা পুরুষ শব্দদুটিকে আর সীমাবদ্ধ করে রাখা যাচ্ছে না। অভিধান তাই অর্থ বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন বলা হচ্ছে, পুরুষ তাঁরাই, যাঁদের যাপন পুরুষের মতো এবং যাঁরা নিজেদের পুরুষ হিসাবে চিহ্নিত করেন। অর্থাৎ, এমন কারও যদি জন্মের সময় অন্য লিঙ্গপরিচয় থাকেও, তবুও তাঁদের পুরুষই বলা হবে। একই ভাবে নারী তাঁরাই যাঁরা যাপনে ও চিহ্নিতকরণে নারী, জন্মসূত্রে তাঁদের লিঙ্গপরিচয় আলাদা থাকলেও, তাঁরা নারী রূপেই গণ্য হবেন। উদাহরণ হিসাবে বলা হয়েছে, মার্ক একজন ট্রান্স-ম্যান। অর্থাৎ জন্মের সময় নারী লিঙ্গপরিচয় থাকলেও বর্তমানে তিনি ম্যান বা পুরুষ। আবার, মেরি একজন নারীই, এমনকি তিনি জন্মসূত্র পুরুষ হলেও বর্তমানে তিনি নারীই। অর্থাৎ প্রসারিত অর্থে স্বীকৃতি পাচ্ছেন রূপান্তরকামীরাও।
আরও শুনুন: আরও শুনুন: জায়গার ফেরে বদলায় স্বাদ! কেন জয়নগরের মোয়াই বাঙালির একান্ত প্রিয়?
সমাজজীবনের দৃষ্টিভঙ্গির বদলই এই পরিবর্তনের মূল কারণ। অভিধান প্রণেতারা মনে করছেন, ইংরেজি যাঁরা শিখছেন তাঁদের বা একেবারে ছোটদেরও এই প্রসারিত অর্থ জেনে রাখা উচিত। তাই এই বদলের উদ্যোগ। এই পরিবর্তন প্রকাশ্যে আসায় মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। পুরোপুরি সহমত যে সকলে হতে পেরেছেন তা নয়। তবে এই অর্থ বদল যে সমাজ বদলেরই ইঙ্গিত বহন করেছেন, তা সকলে মেনেই নিয়েছেন।