আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিলে অরিজিৎ সিং-কে দেখা যায়নি। সোশাল মিডিয়াতেও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি অরিজিৎ। স্রেফ তাঁর নাম জড়িয়ে ভিডিও এবং টুইট ভাইরাল হয়েছে। সেসবের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এই আবহে অরিজিৎ সিং-কে নিয়ে নতুন বিতর্ক দানা বাঁধল নেটদুনিয়ায়। ঠিক কী হয়েছে? আসুন শুনে নেওয়া যাক।
আর জি কর ধর্ষণ কাণ্ডে উত্তাল দেশ। যে চিকিৎসক তরুণী কর্মক্ষেত্রেই ধর্ষণ ও মৃত্যুর শিকার হলেন, তাঁর জন্য ন্যায়বিচারের দাবিতে গর্জন উঠেছে। পথে নামছেন সাধারণ মানুষ। মিছিলে পা মেলাচ্ছেন শিল্পীরাও। অভিনেতা, গায়ক, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ দাবি তুলছেন ন্যায়বিচারের। এই দলে এখনও দেখা যায়নি অরিজিৎ সিং-কে। মিছিলে হাঁটা দূরে থাক, বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় কোনও মন্তব্যও করেননি সঙ্গীতশিল্পী। তা নিয়ে অবশ্য বিতর্ক হয়নি। শিল্পী কেন এমনটা করছেন না, সেই প্রশ্নও তোলেননি কেউ। অথচ সোশাল মিডিয়ায় জোর বিতর্ক শুরু হয়েছে অরিজিৎ-কে কেন্দ্র করে।
আরও শুনুন:
বাড়ছে ধর্ষণের হার, তুলনায় শাস্তি হচ্ছে কি! আর জি কর যে প্রশ্ন তুলল ফের
শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও অরিজৎ বেশ জনপ্রিয়। মুর্শিদাবাদের ছেলে এই মুহূর্তে এ দেশের প্রথম সারির গায়ক। অনেকে বলেন, প্লে-ব্যাক গানে তাঁর বিকল্প খুঁজে পাওয়াই কঠিন। শুধু গান নয়, সাধারণ জীবনযাপনের জেরেও বারবার চর্চায় ফেরেন অরিজৎ। সোশাল মিডিয়ায় হামেশাই দেখা যায়, অরিজিতের সুখ্যাতিতে পঞ্চমুখ হচ্ছে তাঁর ফ্যান মহল। সেই হিসাবেই আর জি কর প্রসঙ্গে জুড়েছিল অরিজিতের নাম। শিল্পী নিজে কিছু না করলেও, তাঁর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাঁকে এমন কিছু মন্তব্য করতে শোনা যায় যা বর্তমান পরিস্থিতিতে বেশ প্রাসঙ্গিক। যাচাই না করেই অনেকে ভেবে নেন অরিজৎ, তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে এই ভিডিও করছেন। যদিও আসল সত্যিটা অন্য। ভিডিওটি পুরনো। আর জি কর কাণ্ডের আবহে তা নতুন করে সামনে এসেছে মাত্র। একইভাবে ভাইরাল হয় একটি টুইট। সেখানেও দাবি করা হয় অরিজৎ পথে নেমে প্রতিবাদ করবেন। তবে সেই টুইটও ভুয়ো বলেই চিহ্নিত করেন অনেকে। শোনা যাচ্ছে, বন্ধু সঙ্গীতশিল্পী রূপম ইসলামকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন অরিজিৎ। আগামীদিনে এই প্রতিবাদে শামিল হতে পারেন তিনিও। তবে ঠিক কী করবেন অরিজিৎ তা জানা যায়নি।
আরও শুনুন:
হাসপাতালে কি আদৌ নিরাপদ মহিলা কর্মীরা? আর.জি.কর মনে করাচ্ছে অরুণাকেও
তাহলে প্রশ্ন হচ্ছে, অরিজিৎ-কে নিয়ে কোন নতুন বিতর্ক হল?
বিষয়টা আন্তর্জাতিক মানের বললে ভুল হয় না। সম্প্রতি জনপ্রিয় এক মিউজিক প্ল্যাটফর্ম অরিজিতকে মোস্ট ফোলোড আর্টিস্টের তকমা দিয়েছে। সেকথা টুইটারে জানিয়েছিলেন এক ভক্ত। আর সেখানেই অরিজিতকে চেনেন না এই দাবি করে বসেন ভিনদেশী! শুধু তাই নয়, যারা অরিজিতের একটাও গান শোনেননি তাঁদের কমেন্ট করতে বলেন ওই মহিলা। বলার অপেক্ষা রাখে না, এমন মন্তব্য অরিজিতকে ব্যঙ্গ করেই করেছিলেন ওই ভিনদেশী। স্বাভাবিক ভাবেই এই বিদ্রূপ সহজে মেনে নেননি অরিজিৎ ভক্তরা। সরাসরি ওই মহিলাকে উদ্দেশ্য করে পালটা টুইট আসে, ‘আমেরিকার বাইরে পৃথিবী নেই?’। একইভাবে আরও অনেকেই অরিজিতের পক্ষ নিয়ে সওয়াল করেন। আসলে, অরিজিতের গান পছন্দ করেন এমন মানুষ যে গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছেন, তাঁর প্রমাণ মিলেছে এই তকমায়। তাই বিষয়টি নিয়ে ভিনদেশীর বিদ্রুপ মেনে নেননি অনেকেই।