ঠিক সামনে কাচের ওপারে এ কে দাঁড়িয়ে! এ কি মানুষ! নাকি কোনও প্রাণী! নাকি মানুষের আদলে কোনও ভিনগ্রহের জীব! জীবনে এমন বিকটদর্শন জীব দেখেননি তাঁরা। বিস্ময়ে চোখের পলক ফেলতেই যেন ভুলে গিয়েছেন দুজনে।
নভেম্বরের রাত। ঘড়ির কাঁটা মাঝরাত ছুঁইছুঁই। শীতের ঝাপটা এখন ততটাও জোরাল নয়। যদিও রাস্তাঘাট বেশ শুনশান। ধারেকাছে জনমানুষের দেখা নেই। ফাঁকা রাস্তার বুক চিরে দ্রুত ছুট চলেছে একটি গাড়ি। গাড়ি চালাচ্ছেন রজার নামে এক ব্যক্তি, পাশেই বসে তাঁর স্ত্রী লিন্ডা। মার্কিন এই দম্পতি চাইছিলেন, জায়গাটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে। এমনিতেই তো শীতের রাত। তার উপর যে রাস্তা দিয়ে এখন গাড়ি যাচ্ছে, সেই জায়গাটাও তেমন সুবিধের নয়। পশ্চিম ভার্জিনিয়ার এই জায়গাটা এমনিতে বিদঘুটে হলেও, তার নামটা কিন্তু বেশ। ‘পয়েন্ট প্লেজান্ট’। রাস্তার একদিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য। তার উপর রাস্তার দুপাশে ডাঁই করে রাখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাতিল হয়ে যাওয়া অস্ত্রশস্ত্র, ট্যাঙ্কার ইত্যাদি। সব মিলিয়ে বেশ গা ছমছমে পরিবেশ। যত তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে যাওয়া যায়, ততই মঙ্গল, ভাবছিলেন ওই দম্পতি। গাড়িও চলছিল বেশ গতিতে। আপাতত কোথাও বেগতিকের কোনও চিহ্নমাত্র নেই। চলতে চলতে আচমকাই ব্রেক…লিন্ডা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থামিয়ে দিলেন রজার।
থমকে যাওয়া ছাড়া আর কোনও উপায়ও যে নেই! গাড়ির সামনের কাচ দিয়ে রাস্তার উপর তখন তিনি যা দেখছেন, দুঃস্বপ্নেও এমন জিনিস কখনও দেখেননি তিনি। এক লহমা পরে লিন্ডাও তাকালেন চোখ তুলে। দেখামাত্র দুজনেই যেন পাথর হয়ে গেলেন। তাঁদের ঠিক সামনে কাচের ওপারে এ কে দাঁড়িয়ে! এ কি মানুষ! নাকি কোনও প্রাণী! নাকি মানুষের আদলে কোনও ভিনগ্রহের জীব! জীবনে এমন বিকটদর্শন জীব দেখেননি তাঁরা। বিস্ময়ে চোখের পলক ফেলতেই যেন ভুলে গিয়েছেন দুজনে।
বিস্ফারিত চোখে দেখছেন সামনে যে মানুষের মতো প্রাণীটি দাঁড়িয়ে আছে, সে লম্বায় প্রায় সাত ফুট। চোখ দুটো তাঁর অন্ধকারে জ্বলছে আগুনের গোলার মতো। আর বিস্ময়ে তাঁরা খেয়াল করলেন এই অদ্ভুতদর্শন প্রাণীর পিঠের উপর মস্ত দুটো ডানা… তা প্রায় ফুট দশেক তো হবেই। মাত্র কয়েক মুহূর্তের দেখা। কী থেকে কী হয়, ভেবে, তড়িঘড়ি রজার যখন ফের গাড়ি চালাতে যাবেন, ঠিক তক্ষুণি সেই বিরাট প্রাণী সাঁই করে উড়ে গেল তাঁদেরই গাড়িরই উপর দিয়ে। পিছু ফিরে আর কিচ্ছুটি দেখতে পেলেন না তাঁরা। অন্ধকারে যেমন এসেছিল, তেমনই মিলিয়ে গেল সেই অদ্ভুত প্রাণী।
কে এই অদ্ভুত প্রাণী! … বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।